দক্ষিণ ইউক্রেনে রুশ সেনাদের গুলিতে গতকাল রোববার সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২২ দিনের শিশু রয়েছে। এ ছাড়া ওই শিশুর ১২ বছর বয়সী ভাই ও পরিবারের অন্য সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া তাঁদের আরও দুই প্রতিবেশী নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, ‘খেরসনের শায়রোকা বালকা গ্রামে এক বাড়িতে বোমা হামলা হয়েছে।’ ক্লাইমেনকো বলেন, সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে।
মন্ত্রী শায়রোকা বালকাতে হামলার পরের ছবি শেয়ার করেছেন। সেখানে দালান থেকে কালো ধোঁয়া এবং মৃতদের অস্পষ্ট দেহ দেখা যাচ্ছে। গোলাগুলিতে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী।
জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিরোকা বালকায় হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে ‘নৃশংস’ হামলা বলেছেন।
জেলেনস্কি বলেন, ‘একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশুকন্যা ছিল, যার বয়স মাত্র ২২ দিন। তার ভাই, মাত্র ১২ বছর বয়সী। মা ওলেসিয়া...মাত্র ৩৯ বছর বয়সী, সবাই মারা গেছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘শুধু খেরসনে রাশিয়ান গোলাবর্ষণের ১৭টি তথ্য রয়েছে এবং এর বাইরেও অনেক জায়গায় তারা গুলি চালিয়েছে। আমরা রাশিয়ার কোনো অপরাধকে এমনিতেই ছেড়ে দেব না।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন, তার মধ্যে খেরসন একটি।
ইউক্রেনের সামরিক বাহিনী গত নভেম্বরে এই অঞ্চলের পশ্চিম অংশ পুনরুদ্ধার করে। রাশিয়ান সেনারা ডিনিপ্রো নদীর ওপার থেকে এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
দক্ষিণ ইউক্রেনে রুশ সেনাদের গুলিতে গতকাল রোববার সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২২ দিনের শিশু রয়েছে। এ ছাড়া ওই শিশুর ১২ বছর বয়সী ভাই ও পরিবারের অন্য সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া তাঁদের আরও দুই প্রতিবেশী নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, ‘খেরসনের শায়রোকা বালকা গ্রামে এক বাড়িতে বোমা হামলা হয়েছে।’ ক্লাইমেনকো বলেন, সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে।
মন্ত্রী শায়রোকা বালকাতে হামলার পরের ছবি শেয়ার করেছেন। সেখানে দালান থেকে কালো ধোঁয়া এবং মৃতদের অস্পষ্ট দেহ দেখা যাচ্ছে। গোলাগুলিতে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী।
জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিরোকা বালকায় হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে ‘নৃশংস’ হামলা বলেছেন।
জেলেনস্কি বলেন, ‘একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশুকন্যা ছিল, যার বয়স মাত্র ২২ দিন। তার ভাই, মাত্র ১২ বছর বয়সী। মা ওলেসিয়া...মাত্র ৩৯ বছর বয়সী, সবাই মারা গেছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘শুধু খেরসনে রাশিয়ান গোলাবর্ষণের ১৭টি তথ্য রয়েছে এবং এর বাইরেও অনেক জায়গায় তারা গুলি চালিয়েছে। আমরা রাশিয়ার কোনো অপরাধকে এমনিতেই ছেড়ে দেব না।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন, তার মধ্যে খেরসন একটি।
ইউক্রেনের সামরিক বাহিনী গত নভেম্বরে এই অঞ্চলের পশ্চিম অংশ পুনরুদ্ধার করে। রাশিয়ান সেনারা ডিনিপ্রো নদীর ওপার থেকে এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৪২ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
২ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৩ ঘণ্টা আগে