Ajker Patrika

৩৩ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৪ বছরের শিশু জীবিত উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২৬
৩৩ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৪ বছরের শিশু জীবিত উদ্ধার

তুরস্কের হাতায়ে বিধ্বংসী ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে চার বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ওই কন্যা শিশুটিতে উদ্ধার করেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এদিকে তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। 

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে সাহায্য সংস্থাগুলো যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় জরুরি সহায়তা পাঠানোর জটিলতা নিয়ে কাজ করছে। 

বিশ্বের কয়েক ডজন দেশ অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। 

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) অনুসারে তুরস্কে মৃতের সংখ্যা ৪ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে। 

অপরদিকে সিরিয়ায় নিহতদের সংখ্যা ১ হাজার ৮৩২–এর কাছাকাছি। সিরিয়া সিভিল ডিফেন্সের তথ্য অনুসারে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুসারে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা ৮১২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত