Ajker Patrika

পুতিনকে জেলেনস্কির উপহাস 

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১: ১২
পুতিনকে জেলেনস্কির উপহাস 

ইউক্রেন যুদ্ধ ভালোভাবে চলছে বলে দাবি করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তার সমস্ত ‘মহৎ’ লক্ষ্য অর্জন করবে এবং ‘ছন্দোবদ্ধ ও শান্তভাবে’ বিশেষ অভিযান চালিয়ে যাবে। তবে এমন মন্তব্য নিয়ে উপহাস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কীভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি পরিকল্পনা অনুমোদন করতে পারেন, যাতে বহু রুশ সেনা মারা যাচ্ছে। 

একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া বলছে, বিশেষ অপারেশন অনুমিতভাবে পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু সত্যি কথা বলতে কী, এ ধরনের পরিকল্পনা কীভাবে আসতে পারে তা বিশ্বের কেউই বুঝতে পারছে না। এক মাসেরও বেশি সময়ের যুদ্ধে তাদের হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। এই পরিকল্পনা কীভাবে সম্ভব? কে এমন পরিকল্পনা অনুমোদন করতে পারে? 

জেলেনস্কি দাবি করেন, ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চলা আফগানিস্তান যুদ্ধের চেয়ে গত ৪৮ দিনে ইউক্রেনে বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে।

 ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে যে সব রুশ ট্যাংকই মাঠে আটকে নেই। আর শত্রুরাও এমনি যুদ্ধ ছেড়ে পালায় না। তাদের মধ্যে সব সেনাকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিযুক্তি দেওয়া হয়েছে এমনও না। এর মানে হলো যে আমাদের যোদ্ধাদের, আমাদের সেনাবাহিনীর কৃতিত্বকে হ্রাস করা উচিত হবে না। 

যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে মস্কো গত ২৫ মার্চ সর্বশেষ তথ্য জানায়। সেখানে বলা হয়, যুদ্ধ শুরুর পর তখন পর্যন্ত তাদের ১ হাজার ৩৫১ জন সেনাসদস্য নিহত হয়েছেনন। তবে ইউক্রেন বলছে, এই সংখ্যা প্রায় ২০ হাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত