Ajker Patrika

গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি নয় ফ্রান্স

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৩: ১১
গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি নয় ফ্রান্স

রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে হলে রুবলে মূল্য পরিশোধ করতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে দাবি করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল শুক্রবার তিনি বলেন, ‘মস্কো তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাখোঁ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘রাশিয়ার সঙ্গে যে চুক্তি ছিল, তার সঙ্গে এটা (রুবলে মূল্য পরিশোধ) সংগতিপূর্ণ নয়। আমি কেন এটা করব তা বুঝতে পারছি না। ক্রেমলিনের কৌশল অনুসরণ করে আমরা আমাদের বিশ্লেষণের কাজ চালিয়ে যাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘ইউরোপের মাটিতে যাঁরা আছেন তাঁরা অবশ্যই ইউরোর মাধ্যমেই গ্যাস কিনবেন। সুতরাং তাঁর (পুতিনের) অনুরোধ রক্ষা করা সম্ভব নয় এবং এটি চুক্তিভিত্তিকও নয়।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমার বিশ্বাস যে ইইউয়ের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্যই মস্কো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এটি নিষেধাজ্ঞা এড়ানোর একটি প্রক্রিয়া।’

এদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের দুর্বল নিষেধাজ্ঞার মুখে তিনি রুশ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই করছেন।

এর আগে গত বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘বন্ধু নয় এমন দেশকে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত