Ajker Patrika

এশীয়দের ‘কম মানবিক’ বললেন ইউক্রেনের নিরাপত্তাপ্রধান

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১১: ১৯
এশীয়দের ‘কম মানবিক’ বললেন ইউক্রেনের নিরাপত্তাপ্রধান

এশিয়া মহাদেশের অধিবাসীদের কম মানবিক বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান অ্যালেক্সেই দানিলভ। তিনি বলেছেন, রুশরা এশীয় এবং এশীয়দের মধ্যে মানবিকতার অভাব রয়েছে। বিপরীতে ইউক্রেনীয়দের মধ্যে মানবিকতার অভাব নেই। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালেক্সেই দানিলভ বলেন, ‘এশীয়দের নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রুশরা এশিয়ান। তাদের সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গি রয়েছে। তাদের সঙ্গে আমাদের মূল পার্থক্য হলো মানবতা।’

অ্যালেক্সেই দানিলভের পাশাপাশি অন্য শীর্ষস্থানীয় ইউক্রেনীয় কর্মকর্তারা রুশদের নিয়ে অতীতেও একাধিকবার এমন বিদ্বেষী মন্তব্য করেছেন। দানিলভ এর আগেও একাধিকবার বলেছেন, তিনি রুশদের বিশ্বের যে প্রান্তেই পাবেন, সেখানেই তাদের হত্যার করার ঘোষণা দিয়েছিলেন।

এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদোলিয়াকও একাধিকবার রুশদের নিয়ে বিদ্বেষী মন্তব্য করেছেন। পদোলিয়াক বারবার দাবি করেছেন, সব ইউক্রেনীয়ই সর্বজনীনভাবে রুশদের ঘৃণা করে। সেই সঙ্গে তিনি প্রতিদিন রুশদের হত্যা করারও আহ্বান জানিয়েছিলেন।

একইভাবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিল বুদানভও বারবার রুশদের নিয়ে একাধিক উগ্র মন্তব্য করেছেন।

রাশিয়ার আগ্রাসনের পর দেড় বছরের বেশি সময়ে ইউক্রেনের ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধে আহত হয়েছে আরও অন্তত ১৫ হাজারেরও বেশি। ইউক্রেন সরকারের তথ্য উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরুর পর নিহত সহস্রাধিক মানুষের মধ্যে প্রায় ৫০০ শিশু আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত