রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনকে বহনকারী বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভাগনার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে বিবিসি এবং রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভাগনারের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সৈন্যরা প্রিগোজিনকে বহনকারী এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে ভূপাতিত করেছে। এ ক্ষেত্রে রয়টার্স রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়েছে। এসব গণমাধ্যম আবার বেনামি সূত্র থেকে সংবাদটি প্রকাশ করেছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া জানিয়েছে, গতকাল বুধবার ভাগনার প্রধানকে বহনকারী এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন। পথিমধ্যে তোভর অঞ্চলের কুঝেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়। বিমানটিতে প্রিগোঝিনসহ মোট ১০ জন যাত্রী ছিলেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার ৩০ সেকেন্ড আগেও স্বাভাবিক ছিল জানিয়ে সুইডিশ ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডারের কর্মকর্তা ইয়ান পেচেনিক বলেন, বিকেল ৩টা ১৯ মিনিটের দিকে বিমানটির খাঁড়া পতন শুরু হয়। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি ২৮ হাজার ফুট উচ্চতা থেকে সোজা ৮০০০ ফুট উচ্চতায় নেমে আসে।
পেচেনিক বলেন, ‘যা কিছুই ঘটে থাক, খুব দ্রুতই ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘তাঁরা (বিমানের পাইলট) সম্ভবত এই পরিস্থিতিতে রীতিমতো যুদ্ধ করেছেন। কিন্তু বিমানটির এমন খাঁড়া পতনের আগেও এমন কোনো লক্ষণ দেখা যায়নি যে, সেটিতে কোনো সমস্যা দেখা দিয়েছে।’
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে প্রিগোঝিনকে বহনকারী বিমানটির নাক প্রায় মাটির দিকে তাক করা এবং তা তীরবেগে ভূপৃষ্ঠের দিকে নামছে। একই সময়ে বিমানটির পেছন দিক থেকে ধোয়া অথবা বাষ্পের মতো কিছু একটা বের হতে দেখা যায়।
রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনকে বহনকারী বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভাগনার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে বিবিসি এবং রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভাগনারের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সৈন্যরা প্রিগোজিনকে বহনকারী এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে ভূপাতিত করেছে। এ ক্ষেত্রে রয়টার্স রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়েছে। এসব গণমাধ্যম আবার বেনামি সূত্র থেকে সংবাদটি প্রকাশ করেছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া জানিয়েছে, গতকাল বুধবার ভাগনার প্রধানকে বহনকারী এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন। পথিমধ্যে তোভর অঞ্চলের কুঝেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়। বিমানটিতে প্রিগোঝিনসহ মোট ১০ জন যাত্রী ছিলেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার ৩০ সেকেন্ড আগেও স্বাভাবিক ছিল জানিয়ে সুইডিশ ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডারের কর্মকর্তা ইয়ান পেচেনিক বলেন, বিকেল ৩টা ১৯ মিনিটের দিকে বিমানটির খাঁড়া পতন শুরু হয়। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি ২৮ হাজার ফুট উচ্চতা থেকে সোজা ৮০০০ ফুট উচ্চতায় নেমে আসে।
পেচেনিক বলেন, ‘যা কিছুই ঘটে থাক, খুব দ্রুতই ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘তাঁরা (বিমানের পাইলট) সম্ভবত এই পরিস্থিতিতে রীতিমতো যুদ্ধ করেছেন। কিন্তু বিমানটির এমন খাঁড়া পতনের আগেও এমন কোনো লক্ষণ দেখা যায়নি যে, সেটিতে কোনো সমস্যা দেখা দিয়েছে।’
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে প্রিগোঝিনকে বহনকারী বিমানটির নাক প্রায় মাটির দিকে তাক করা এবং তা তীরবেগে ভূপৃষ্ঠের দিকে নামছে। একই সময়ে বিমানটির পেছন দিক থেকে ধোয়া অথবা বাষ্পের মতো কিছু একটা বের হতে দেখা যায়।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২০ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৪১ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে