Ajker Patrika

বিক্ষোভকারীদের গায়ে হাত তোলার দায়ে ফরাসি প্রেসিডেন্টের দেহরক্ষীর কারাদণ্ড

বিক্ষোভকারীদের গায়ে হাত তোলার দায়ে ফরাসি প্রেসিডেন্টের দেহরক্ষীর কারাদণ্ড

বিক্ষোভকারীদের গায়ে হাত তোলার দায়ে ফরাসি প্রেসিডেন্টের সাবেক দেহরক্ষীর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে মে দিবসের বিক্ষোভ চলাকালে রাজধানী প্যারিসে এক পুরুষ বিক্ষোভকারীকে আঘাত ও এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়। এই কাজটি করেছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর তৎকালীন দেহরক্ষী (নিরাপত্তা উপদেষ্টা) আলেক্সান্দর বেনাল্লা (৩০)। ভিডিও ফুটেজে দেখা যায়, ওই সময় তিনি পুলিশের হেলমেট এবং বেজ পরিহিত ছিলেন। এ নিয়ে তখন ফ্রান্সজুড়ে ব্যাপক সমালোচনা হয়। 

আজ শুক্রবার প্যারিসের একটি আদালত বিক্ষোভে সহিংস আচরণ এবং বেআইনিভাবে পুলিশ কর্মকর্তার বেশ নেওয়ার দায়ে তাঁকে কারাদণ্ড দেন। 

এই ঘটনা ফ্রান্সের প্রেসিডেন্টকে গুরুতর রাজনৈতিক সংকটে ফেলে। ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার বেনাল্লাকে দুই সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করে এলিসি প্রাসাদ। তবে এরপর আবার তিনি মাখোঁর নিরাপত্তার দায়িত্বে বহাল হোন। 

তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি বেনাল্লাকে ৫০০ ইউরো বা ৫৭৫ মার্কিন ডলার জরিমানাও করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত