জার্মানির একটি শহরে মেয়রের দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিরিয়ার এক শরণার্থী। শুক্রবার সন্ধ্যায় জার্মানির স্টুটগার্ট থেকে ৩০ কিলোমিটার দূরের শহর অস্টেলশেইম শহরের পৌর কাউন্সিল সভায় মেয়র হিসেবে শপথ নেন রায়ান আলশেবল।
এ বিষয়ে শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আলশেবল ৮ বছর আগে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে জার্মানিতে চলে যান এবং শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পান।
এ অবস্থায় গত এপ্রিলে অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেন রায়ান। শহরটিতে জার্মানভাষী সোয়াবিয়ান সম্প্রদায়ের সদস্যরা বসবাস করেন। মেয়র নির্বাচনের এই সম্প্রদায়ের আড়াই হাজার ভোটারের মধ্যে ৫৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আলশেবল।
নির্বাচনে বিজয়ের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, ‘এটি একটি উদার দেশ। যে কেউ এখানে বড় কিছু করার সুযোগ পেতে পারে।'
আলশেবল জানান, ২০১৫ সালে ২১ বছর বয়সে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কয়েকজন বন্ধু মিলে জার্মানি পৌঁছেছিলেন। জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সে সময় সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য নিজ দেশের দরজা খুলে দিয়েছিলেন।
জার্মানিতে পৌঁছে দেশটির ভাষাও আয়ত্ত করেন আলশেবল। পরে অস্টেলশেইম শহরের কাছাকাছি অ্যালথেংস্টেট টাউন হলে একটি ইন্টার্নশিপ করতে গিয়ে তিনি প্রথম দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠেন।
সিরিয়ায় অর্থায়ন ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছিলেন আলশেবল। টাউন হলে ইন্টার্নশিপ করার সময়ই অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। জার্মান নাগরিকত্ব পাওয়ার পর তাঁর জন্য বিষয়টি সহজ হয়ে যায়।
এদিকে আলশেবলের মেয়র হওয়ার বিষয়ে জার্মানির ইয়াং মেয়রস নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছিল আল-জাজিরা। তবে ওই নেটওয়ার্ক দাবি করেছে, কোনো শরণার্থী জার্মান পৌরসভার মেয়র হয়েছেন এমন কোনো তথ্য তাঁদের জানা নেই।
জার্মানির একটি শহরে মেয়রের দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিরিয়ার এক শরণার্থী। শুক্রবার সন্ধ্যায় জার্মানির স্টুটগার্ট থেকে ৩০ কিলোমিটার দূরের শহর অস্টেলশেইম শহরের পৌর কাউন্সিল সভায় মেয়র হিসেবে শপথ নেন রায়ান আলশেবল।
এ বিষয়ে শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আলশেবল ৮ বছর আগে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে জার্মানিতে চলে যান এবং শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পান।
এ অবস্থায় গত এপ্রিলে অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেন রায়ান। শহরটিতে জার্মানভাষী সোয়াবিয়ান সম্প্রদায়ের সদস্যরা বসবাস করেন। মেয়র নির্বাচনের এই সম্প্রদায়ের আড়াই হাজার ভোটারের মধ্যে ৫৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আলশেবল।
নির্বাচনে বিজয়ের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, ‘এটি একটি উদার দেশ। যে কেউ এখানে বড় কিছু করার সুযোগ পেতে পারে।'
আলশেবল জানান, ২০১৫ সালে ২১ বছর বয়সে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কয়েকজন বন্ধু মিলে জার্মানি পৌঁছেছিলেন। জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সে সময় সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য নিজ দেশের দরজা খুলে দিয়েছিলেন।
জার্মানিতে পৌঁছে দেশটির ভাষাও আয়ত্ত করেন আলশেবল। পরে অস্টেলশেইম শহরের কাছাকাছি অ্যালথেংস্টেট টাউন হলে একটি ইন্টার্নশিপ করতে গিয়ে তিনি প্রথম দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠেন।
সিরিয়ায় অর্থায়ন ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছিলেন আলশেবল। টাউন হলে ইন্টার্নশিপ করার সময়ই অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। জার্মান নাগরিকত্ব পাওয়ার পর তাঁর জন্য বিষয়টি সহজ হয়ে যায়।
এদিকে আলশেবলের মেয়র হওয়ার বিষয়ে জার্মানির ইয়াং মেয়রস নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছিল আল-জাজিরা। তবে ওই নেটওয়ার্ক দাবি করেছে, কোনো শরণার্থী জার্মান পৌরসভার মেয়র হয়েছেন এমন কোনো তথ্য তাঁদের জানা নেই।
পেহেলহাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজ রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। পাকিস্তানি সংবাদমাধ্যম দা ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২২ মিনিট আগেইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা দূরপাল্লার অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থাড (THAAD) অ্যান্টি-মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া
১ ঘণ্টা আগেআজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তারা প্রথমবারের মতো সমুদ্রপথে পরিচালিত একটি ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গতকাল শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে,বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো যুদ্ধবিমান একটি সামুদ্রিক ড্রোনের মাধ্যমে ধ্বংস হলো। বিমানটি আকাশেই জ্বলে ওঠে এব
২ ঘণ্টা আগে