Ajker Patrika

জার্মান শহরে মেয়রের দায়িত্ব নিলেন সিরিয়ার শরণার্থী

জার্মান শহরে মেয়রের দায়িত্ব নিলেন সিরিয়ার শরণার্থী

জার্মানির একটি শহরে মেয়রের দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিরিয়ার এক শরণার্থী। শুক্রবার সন্ধ্যায় জার্মানির স্টুটগার্ট থেকে ৩০ কিলোমিটার দূরের শহর অস্টেলশেইম শহরের পৌর কাউন্সিল সভায় মেয়র হিসেবে শপথ নেন রায়ান আলশেবল। 

এ বিষয়ে শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আলশেবল ৮ বছর আগে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে জার্মানিতে চলে যান এবং শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পান। 

এ অবস্থায় গত এপ্রিলে অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেন রায়ান। শহরটিতে জার্মানভাষী সোয়াবিয়ান সম্প্রদায়ের সদস্যরা বসবাস করেন। মেয়র নির্বাচনের এই সম্প্রদায়ের আড়াই হাজার ভোটারের মধ্যে ৫৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আলশেবল। 

নির্বাচনে বিজয়ের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, ‘এটি একটি উদার দেশ। যে কেউ এখানে বড় কিছু করার সুযোগ পেতে পারে।' 

আলশেবল জানান, ২০১৫ সালে ২১ বছর বয়সে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কয়েকজন বন্ধু মিলে জার্মানি পৌঁছেছিলেন। জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সে সময় সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য নিজ দেশের দরজা খুলে দিয়েছিলেন। 

জার্মানিতে পৌঁছে দেশটির ভাষাও আয়ত্ত করেন আলশেবল। পরে অস্টেলশেইম শহরের কাছাকাছি অ্যালথেংস্টেট টাউন হলে একটি ইন্টার্নশিপ করতে গিয়ে তিনি প্রথম দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠেন। 

সিরিয়ায় অর্থায়ন ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছিলেন আলশেবল। টাউন হলে ইন্টার্নশিপ করার সময়ই অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। জার্মান নাগরিকত্ব পাওয়ার পর তাঁর জন্য বিষয়টি সহজ হয়ে যায়। 

এদিকে আলশেবলের মেয়র হওয়ার বিষয়ে জার্মানির ইয়াং মেয়রস নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছিল আল-জাজিরা। তবে ওই নেটওয়ার্ক দাবি করেছে, কোনো শরণার্থী জার্মান পৌরসভার মেয়র হয়েছেন এমন কোনো তথ্য তাঁদের জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত