বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গরু থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর নতুন দিক উন্মোচিত হয়েছে। এরই অংশ হিসেবে স্কটল্যান্ডে জন্ম নিয়েছে একটি বিশেষ বাছুর, যার নাম হিল্ডা।
বলা হচ্ছে, যুক্তরাজ্যের দীর্ঘতম পর্যবেক্ষণের আওতায় গবাদিপশুদের প্রজনন প্রক্রিয়ায় হিল্ডার জন্ম নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সাফল্য মিথেন নির্গমন কমাতে সহায়তা করবে।
বৃহস্পতিবার এই বিষয়ে এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যে যে পরিমাণ মিথেন নির্গমন হয়, তার প্রায় অর্ধেকই হয় কৃষি খাত থেকে। মিথেন গ্যাস কার্বন ডাই-অক্সাইডের তুলনায় স্বল্পমেয়াদি হলেও পৃথিবীর উষ্ণায়নে এর প্রভাব অনেক বেশি।
দেখা গেছে, গরুর পাকস্থলীর বৃহত্তম অংশ রুমেনে থাকা মাইক্রোব থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয়। এটি গরুর জিনগত বৈশিষ্ট্যের সঙ্গেও সম্পর্কিত। তাই স্কটল্যান্ডের ‘রুরাল কলেজ’ গরুর মিথেন নির্গমন কমানোর জন্য জেনেটিক প্রজনন পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিতে হিল্ডাই প্রথম বাছুর, যাকে আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) প্রযুক্তি ব্যবহার করে জন্ম দেওয়া হয়েছে।
সাধারণত একটি গরু দুই বছর বয়সে প্রথম বাছুর জন্ম দেয়। আইভিএফ প্রযুক্তি দিয়ে এই সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। আইভিএফ প্রযুক্তি মিথেন কম নির্গমনকারী গরুদের দ্রুত প্রজনন করতে সাহায্য করে।
এদিকে মিথেন গ্যাসের নির্গমন কমাতে এম অ্যান্ড এস, টেসকো এবং আরলাসহ অন্য প্রতিষ্ঠান গরুর খাবারের সঙ্গে বিশেষ উপাদান মেশানোর উদ্যোগ নিচ্ছে। এসব উপাদান মিথেন গ্যাসের নির্গমন কমাতে পারে। উদাহরণস্বরূপ—বোভার নামে একটি খাদ্য উপাদান মিথেন নির্গমন কমানোর ক্ষেত্রে কার্যকর। যদিও এটি নিয়ে ইতিপূর্বে ভুল তথ্য ছড়ানো হয়েছে।
‘ল্যাংহিল’ নামে একটি গবাদিপশু খামারে এমন গরুর প্রজনন করা হচ্ছে, যারা খাদ্যকে সবচেয়ে কার্যকরভাবে দুধে রূপান্তর করতে পারে।
গরুর জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করার এই পদ্ধতি স্থায়ী এবং টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল মিথেন নির্গমন কমাবে না, বরং গবাদিপশু খাতের পরিবেশগত প্রভাবও হ্রাস করবে।
গবেষকেরা বলছেন, হিল্ডার মাধ্যমে বিজ্ঞান একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গরু থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর নতুন দিক উন্মোচিত হয়েছে। এরই অংশ হিসেবে স্কটল্যান্ডে জন্ম নিয়েছে একটি বিশেষ বাছুর, যার নাম হিল্ডা।
বলা হচ্ছে, যুক্তরাজ্যের দীর্ঘতম পর্যবেক্ষণের আওতায় গবাদিপশুদের প্রজনন প্রক্রিয়ায় হিল্ডার জন্ম নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সাফল্য মিথেন নির্গমন কমাতে সহায়তা করবে।
বৃহস্পতিবার এই বিষয়ে এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যে যে পরিমাণ মিথেন নির্গমন হয়, তার প্রায় অর্ধেকই হয় কৃষি খাত থেকে। মিথেন গ্যাস কার্বন ডাই-অক্সাইডের তুলনায় স্বল্পমেয়াদি হলেও পৃথিবীর উষ্ণায়নে এর প্রভাব অনেক বেশি।
দেখা গেছে, গরুর পাকস্থলীর বৃহত্তম অংশ রুমেনে থাকা মাইক্রোব থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয়। এটি গরুর জিনগত বৈশিষ্ট্যের সঙ্গেও সম্পর্কিত। তাই স্কটল্যান্ডের ‘রুরাল কলেজ’ গরুর মিথেন নির্গমন কমানোর জন্য জেনেটিক প্রজনন পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিতে হিল্ডাই প্রথম বাছুর, যাকে আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) প্রযুক্তি ব্যবহার করে জন্ম দেওয়া হয়েছে।
সাধারণত একটি গরু দুই বছর বয়সে প্রথম বাছুর জন্ম দেয়। আইভিএফ প্রযুক্তি দিয়ে এই সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। আইভিএফ প্রযুক্তি মিথেন কম নির্গমনকারী গরুদের দ্রুত প্রজনন করতে সাহায্য করে।
এদিকে মিথেন গ্যাসের নির্গমন কমাতে এম অ্যান্ড এস, টেসকো এবং আরলাসহ অন্য প্রতিষ্ঠান গরুর খাবারের সঙ্গে বিশেষ উপাদান মেশানোর উদ্যোগ নিচ্ছে। এসব উপাদান মিথেন গ্যাসের নির্গমন কমাতে পারে। উদাহরণস্বরূপ—বোভার নামে একটি খাদ্য উপাদান মিথেন নির্গমন কমানোর ক্ষেত্রে কার্যকর। যদিও এটি নিয়ে ইতিপূর্বে ভুল তথ্য ছড়ানো হয়েছে।
‘ল্যাংহিল’ নামে একটি গবাদিপশু খামারে এমন গরুর প্রজনন করা হচ্ছে, যারা খাদ্যকে সবচেয়ে কার্যকরভাবে দুধে রূপান্তর করতে পারে।
গরুর জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করার এই পদ্ধতি স্থায়ী এবং টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল মিথেন নির্গমন কমাবে না, বরং গবাদিপশু খাতের পরিবেশগত প্রভাবও হ্রাস করবে।
গবেষকেরা বলছেন, হিল্ডার মাধ্যমে বিজ্ঞান একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
১ ঘণ্টা আগেসোনম ওয়াংচুক গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত ‘ব্রিথ পাকিস্তান’ জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন। ‘ডন মিডিয়া’ আয়োজিত এ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের উদ্দেশ্য ছিল পাকিস্তানে পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে সচেতনতা তৈরি করা।
১ ঘণ্টা আগেঅনলাইনে ভিডিও দেখে আস্ত একটি রকেট বানিয়ে ফেলেছে ১৮ বছর বয়সী চীনা তরুণ ঝ্যাং শিজি। এই ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে চীনজুড়ে। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঝ্যাংয়ের তৈরি রকেট ৪০০ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে।
৩ ঘণ্টা আগেমিয়ানমারের সেনাশাসকেরা চার বছর আগে এক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফল বাতিল, গঠিত নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এখন তারা আবারও ক্ষমতা দীর্ঘায়িত করতে এক নতুন নির্বাচন আয়োজন করছে। আন্তর্জাতিক মহল ‘ভুয়া ভোট’ বলে নিন্দা করলেও জান্তা সরকার এই ভোটকে বৈধতা দিতে ভারতের সমর্থন চাইছে।
৩ ঘণ্টা আগে