বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গরু থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর নতুন দিক উন্মোচিত হয়েছে। এরই অংশ হিসেবে স্কটল্যান্ডে জন্ম নিয়েছে একটি বিশেষ বাছুর, যার নাম হিল্ডা।
বলা হচ্ছে, যুক্তরাজ্যের দীর্ঘতম পর্যবেক্ষণের আওতায় গবাদিপশুদের প্রজনন প্রক্রিয়ায় হিল্ডার জন্ম নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সাফল্য মিথেন নির্গমন কমাতে সহায়তা করবে।
বৃহস্পতিবার এই বিষয়ে এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যে যে পরিমাণ মিথেন নির্গমন হয়, তার প্রায় অর্ধেকই হয় কৃষি খাত থেকে। মিথেন গ্যাস কার্বন ডাই-অক্সাইডের তুলনায় স্বল্পমেয়াদি হলেও পৃথিবীর উষ্ণায়নে এর প্রভাব অনেক বেশি।
দেখা গেছে, গরুর পাকস্থলীর বৃহত্তম অংশ রুমেনে থাকা মাইক্রোব থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয়। এটি গরুর জিনগত বৈশিষ্ট্যের সঙ্গেও সম্পর্কিত। তাই স্কটল্যান্ডের ‘রুরাল কলেজ’ গরুর মিথেন নির্গমন কমানোর জন্য জেনেটিক প্রজনন পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিতে হিল্ডাই প্রথম বাছুর, যাকে আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) প্রযুক্তি ব্যবহার করে জন্ম দেওয়া হয়েছে।
সাধারণত একটি গরু দুই বছর বয়সে প্রথম বাছুর জন্ম দেয়। আইভিএফ প্রযুক্তি দিয়ে এই সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। আইভিএফ প্রযুক্তি মিথেন কম নির্গমনকারী গরুদের দ্রুত প্রজনন করতে সাহায্য করে।
এদিকে মিথেন গ্যাসের নির্গমন কমাতে এম অ্যান্ড এস, টেসকো এবং আরলাসহ অন্য প্রতিষ্ঠান গরুর খাবারের সঙ্গে বিশেষ উপাদান মেশানোর উদ্যোগ নিচ্ছে। এসব উপাদান মিথেন গ্যাসের নির্গমন কমাতে পারে। উদাহরণস্বরূপ—বোভার নামে একটি খাদ্য উপাদান মিথেন নির্গমন কমানোর ক্ষেত্রে কার্যকর। যদিও এটি নিয়ে ইতিপূর্বে ভুল তথ্য ছড়ানো হয়েছে।
‘ল্যাংহিল’ নামে একটি গবাদিপশু খামারে এমন গরুর প্রজনন করা হচ্ছে, যারা খাদ্যকে সবচেয়ে কার্যকরভাবে দুধে রূপান্তর করতে পারে।
গরুর জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করার এই পদ্ধতি স্থায়ী এবং টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল মিথেন নির্গমন কমাবে না, বরং গবাদিপশু খাতের পরিবেশগত প্রভাবও হ্রাস করবে।
গবেষকেরা বলছেন, হিল্ডার মাধ্যমে বিজ্ঞান একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গরু থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর নতুন দিক উন্মোচিত হয়েছে। এরই অংশ হিসেবে স্কটল্যান্ডে জন্ম নিয়েছে একটি বিশেষ বাছুর, যার নাম হিল্ডা।
বলা হচ্ছে, যুক্তরাজ্যের দীর্ঘতম পর্যবেক্ষণের আওতায় গবাদিপশুদের প্রজনন প্রক্রিয়ায় হিল্ডার জন্ম নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সাফল্য মিথেন নির্গমন কমাতে সহায়তা করবে।
বৃহস্পতিবার এই বিষয়ে এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যে যে পরিমাণ মিথেন নির্গমন হয়, তার প্রায় অর্ধেকই হয় কৃষি খাত থেকে। মিথেন গ্যাস কার্বন ডাই-অক্সাইডের তুলনায় স্বল্পমেয়াদি হলেও পৃথিবীর উষ্ণায়নে এর প্রভাব অনেক বেশি।
দেখা গেছে, গরুর পাকস্থলীর বৃহত্তম অংশ রুমেনে থাকা মাইক্রোব থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয়। এটি গরুর জিনগত বৈশিষ্ট্যের সঙ্গেও সম্পর্কিত। তাই স্কটল্যান্ডের ‘রুরাল কলেজ’ গরুর মিথেন নির্গমন কমানোর জন্য জেনেটিক প্রজনন পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিতে হিল্ডাই প্রথম বাছুর, যাকে আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) প্রযুক্তি ব্যবহার করে জন্ম দেওয়া হয়েছে।
সাধারণত একটি গরু দুই বছর বয়সে প্রথম বাছুর জন্ম দেয়। আইভিএফ প্রযুক্তি দিয়ে এই সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। আইভিএফ প্রযুক্তি মিথেন কম নির্গমনকারী গরুদের দ্রুত প্রজনন করতে সাহায্য করে।
এদিকে মিথেন গ্যাসের নির্গমন কমাতে এম অ্যান্ড এস, টেসকো এবং আরলাসহ অন্য প্রতিষ্ঠান গরুর খাবারের সঙ্গে বিশেষ উপাদান মেশানোর উদ্যোগ নিচ্ছে। এসব উপাদান মিথেন গ্যাসের নির্গমন কমাতে পারে। উদাহরণস্বরূপ—বোভার নামে একটি খাদ্য উপাদান মিথেন নির্গমন কমানোর ক্ষেত্রে কার্যকর। যদিও এটি নিয়ে ইতিপূর্বে ভুল তথ্য ছড়ানো হয়েছে।
‘ল্যাংহিল’ নামে একটি গবাদিপশু খামারে এমন গরুর প্রজনন করা হচ্ছে, যারা খাদ্যকে সবচেয়ে কার্যকরভাবে দুধে রূপান্তর করতে পারে।
গরুর জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করার এই পদ্ধতি স্থায়ী এবং টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল মিথেন নির্গমন কমাবে না, বরং গবাদিপশু খাতের পরিবেশগত প্রভাবও হ্রাস করবে।
গবেষকেরা বলছেন, হিল্ডার মাধ্যমে বিজ্ঞান একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৬ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৮ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে