Ajker Patrika

রুশ বাহিনীর গোলার আঘাতে আহত ইউক্রেনের ব্যালে তারকা মারা গেছেন

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১১: ৫৮
রুশ বাহিনীর গোলার আঘাতে আহত ইউক্রেনের ব্যালে তারকা মারা গেছেন

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রুশ বাহিনীর গোলার আঘাতে গুরুতর আহত ইউক্রেনের ব্যালে তারকা আর্তিওম দাতশিন অবশেষে মারা গেলেন। এক সপ্তাহেরও বেশি সময় যন্ত্রণাভোগের পর বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

৪৩ বছর বয়সী দাতশিন ইউক্রেনের ন্যাশনাল অপেরার একজন প্রধান নৃত্যশিল্পী ছিলেন। গতকাল শুক্রবার কিয়েভে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। 

এর আগে রুশ বাহিনীর রকেট হামলায় ওকসানা সভেৎ নামে এক অভিনেত্রী নিহত হন। তিনি কিয়েভের একটি আবাসিক ভবনে বাস করতেন। 

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরু করে। শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, বিশেষ অভিযানটি শুধু ইউক্রেনের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হবে। কিন্তু বেসামরিক ভবন ও আবাসিক এলাকায়ও রুশ বাহিনীকে হামলা করতে দেখা গেছে। 

জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত প্রায় ৬০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ হাজারেরও বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত