Ajker Patrika

লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভ

লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভ

ঢাকা: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্য সরকারের জারি করা লকডাউন ও বিধিনিষেধের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্ট ভবনের দিকে টেনিস বল ছুড়ে মারেন। 

যুক্তরাজ্যে ২১ জুন থেকে লকডাউন তুলে নেওয়া কথা ছিল কিন্তু ডেলটা ধরনের সংক্রমণ বাড়ায় দেশটিতে আরও এক মাস লকডাউন বাড়ানো হয়। 

 বিক্ষোভে অংশ নিতে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা ডেভন থেকে এসেছেন আয়েন ম্যাককসল্যান্ড। তিনি বলেন, আমি সরকারের ওপর পুরোপুরি রাগান্বিত। আমার মতো  সবাই রাগান্বিত। 

বিক্ষোভে অংশ নেওয়া একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের মধ্যে এক সহকারীকে চুমু খেয়ে বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনা আক্রান্ত পরিবারের সতর্ক করে বলছেন, ম্যাট হ্যানককের এমন কর্মকাণ্ড যুক্তরাজ্যের সরকারের করোনা বিরোধী বার্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 

গত শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, তিনি মানুষকে হতাশ করেছেন। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানককের দুঃখ প্রকাশ মেনে নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত