ইতালির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছে জার্মানি। দেশটির অভিযোগ, রোম নাৎসি যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রশ্রয় দিয়ে আসছে এবং এই দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শুক্রবার জার্মানি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এই মামলা দায়ের করে।
শনিবার বার্তা সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের ওয়েবসাইটে প্রকাশিত মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, জার্মানি বলছে যে—তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার পরও ইতালি ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় আদালতে আনার অনুমতি দিচ্ছে। যা স্পষ্টভাবে আইসিজে-এর ২০১২ সালে দেওয়া রায়ের স্পষ্ট লঙ্ঘন। ওই রায়ে আন্তর্জাতিক আইনের আওতায় বার্লিনকে এই সব বিষয় থেকে দায়মুক্তি দেওয়া হয়েছিল।
অভিযোগে জার্মানি জানিয়েছে, ২০১২ সালে আইসিজের দেওয়া রায়ের পর থেকে ইতালিতে বর্তমান সময় পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কৃত অপরাধের কারণে জার্মানির বিরুদ্ধে ২৫ টিরও বেশি নতুন ক্ষতিপূরণ দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে, ইতালির অনেক স্থানীয় আদালত অনেক ক্ষেত্রেই জার্মানিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি, এ ধরনের দুটি মামলায় অভিযুক্তদের সন্তুষ্ট করতে আদালত ইতালিতে থাকা জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
অভিযোগে জার্মানি আরও জানিয়েছে, তাঁরা আইসিজেতে এ মামলা দায়ের করেছে কারণ—ইতালির একটি আদালত জানিয়েছে তাঁরা আগামী ২৫ মে’র মধ্যে সিদ্ধান্ত নেবে যে, রোমে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন ভবনগুলো বিক্রি করতে বাধ্য করা হবে কিনা। এসব ভবনের মধ্যে কিছু ভবন জার্মান সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক নিদর্শন বহন করে এবং কিছু ভবনে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
বার্লিন আইসিজেকে আপাতত অস্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে যাতে ইতালি সম্পত্তি নিলাম না করে। তবে এই বিষয়ে কবে শুনানি হতে পারে তা নিয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
ইতালির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছে জার্মানি। দেশটির অভিযোগ, রোম নাৎসি যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রশ্রয় দিয়ে আসছে এবং এই দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শুক্রবার জার্মানি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এই মামলা দায়ের করে।
শনিবার বার্তা সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের ওয়েবসাইটে প্রকাশিত মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, জার্মানি বলছে যে—তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার পরও ইতালি ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় আদালতে আনার অনুমতি দিচ্ছে। যা স্পষ্টভাবে আইসিজে-এর ২০১২ সালে দেওয়া রায়ের স্পষ্ট লঙ্ঘন। ওই রায়ে আন্তর্জাতিক আইনের আওতায় বার্লিনকে এই সব বিষয় থেকে দায়মুক্তি দেওয়া হয়েছিল।
অভিযোগে জার্মানি জানিয়েছে, ২০১২ সালে আইসিজের দেওয়া রায়ের পর থেকে ইতালিতে বর্তমান সময় পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কৃত অপরাধের কারণে জার্মানির বিরুদ্ধে ২৫ টিরও বেশি নতুন ক্ষতিপূরণ দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে, ইতালির অনেক স্থানীয় আদালত অনেক ক্ষেত্রেই জার্মানিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি, এ ধরনের দুটি মামলায় অভিযুক্তদের সন্তুষ্ট করতে আদালত ইতালিতে থাকা জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
অভিযোগে জার্মানি আরও জানিয়েছে, তাঁরা আইসিজেতে এ মামলা দায়ের করেছে কারণ—ইতালির একটি আদালত জানিয়েছে তাঁরা আগামী ২৫ মে’র মধ্যে সিদ্ধান্ত নেবে যে, রোমে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন ভবনগুলো বিক্রি করতে বাধ্য করা হবে কিনা। এসব ভবনের মধ্যে কিছু ভবন জার্মান সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক নিদর্শন বহন করে এবং কিছু ভবনে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
বার্লিন আইসিজেকে আপাতত অস্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে যাতে ইতালি সম্পত্তি নিলাম না করে। তবে এই বিষয়ে কবে শুনানি হতে পারে তা নিয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে