Ajker Patrika

তুমুল যুদ্ধ চলছে কিয়েভে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১০
তুমুল যুদ্ধ চলছে কিয়েভে

ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণের জন্য রুশ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু করেছে ইউক্রেনের সেনারা। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কিয়েভের একটি ঘাঁটিতে হামলার পর রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর লড়াই হয়েছে।

তবে এ ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

এদিকে আজ শনিবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি জানায়, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকায় ৫০ টিরও বেশি বিস্ফোরণ খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দখল করতে চারপাশ থেকে হামলা করেছে রাশিয়া।

কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং জ্বলন্ত আগুন দেখা গেছে।

রাশিয়া - ইউক্রেন সম্পর্কিত খবর আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত