Ajker Patrika

বাখমুত ‘প্রায় ঘেরাও’ করে ফেলেছে রাশিয়া

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২: ৩৫
বাখমুত ‘প্রায় ঘেরাও’ করে ফেলেছে রাশিয়া

ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর এই অর্জনকে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রুশ বাহিনী কামানের গোলা ছুড়তে ছুড়তে সামনের দিকে এগিয়ে গেছে এবং অবরুদ্ধ বাখমুত প্রায় ঘিরে ফেলেছে। 

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুতের পশ্চিম দিকের রাস্তাগুলোতে রুশ বাহিনীকে ব্যাপক গোলাগুলি করতে দেখা গেছে। মূলত ইউক্রেনের সেনাদের শহরের ভেতরে ঢুকতে ও বাইরে যেতে বাধা দিতেই তারা এই আক্রমণ চালিয়েছে। রুশ বাহিনীর কামানের গোলার আঘাতে খ্রোমোভ শহরের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

অন্যদিকে এই শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করতে দেখা গেছে ইউক্রেনীয় সৈন্যদের। এ থেকে বোঝা যায়, ইউক্রেন বাহিনী এই শহর ছেড়ে দিতে নারাজ। বাখমুত শহরের পশ্চিম দিকে ইউক্রেন সেনাদের পরিখা খনন করতেও দেখা গেছে। 

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, ওয়াগনার যোদ্ধারা ধসে যাওয়া ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন যোদ্ধা বলছেন, ইউক্রেন বাহিনী রুশদের ঘেরাও ঠেকাতে বাখমুতের আশপাশের বসতবাড়ি ধ্বংস করছে। 

ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি গতকাল অবরুদ্ধ বাখমুত পরিদর্শন করেছেন। তিনি সম্মুখযোদ্ধাদের সক্ষমতা বাড়াতে স্থানীয় কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। 

বাখমুতে ইউক্রেনীয় সেনা ইউনিটের কমান্ডার ডেনিস ইয়ারোস্লাভস্কি স্থানীয় টেলিভিশন এসপ্রেসোকে বলেছেন, বাখমুত কসাইখানায় পরিণত হয়েছে। কিছু ইউনিটের সেনাদের সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বাখমুত অঞ্চলটি লবণ ও জিপসাম খনির জন্য বিশেষভাবে পরিচিত। ইউক্রেন বলছে, শহরটির কৌশলগত মূল্য খুব কম। শহরটি দখলের চেষ্টায় রাশিয়া যে বিপুল ক্ষয়ক্ষতি করছে, তা অকারণেই সংঘাত বাড়াচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত