ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রসিকিউটর ভেনেদিক্তোভা বলেছেন, ‘শুধু কিয়েভের আশে পাশে থেকেই কমপক্ষে ১ হাজার ২২২ উদ্ধার করা হয়েছে।’
এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেছেন, ‘গতকাল রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।’
সিনেগোবভ টেলিগ্রামে লিখেছেন, ‘সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দশ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ মার্চেও এ শহরে হামলা চালিয়েছিল রুশ সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক মানুষদের বিরুদ্ধে রুশদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।’
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গণহত্যার জন্য রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইউক্রেনের পূর্বাঞ্চলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো। তিনি বলেন, ‘গত শুক্রবার ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।’
গতকাল রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রসিকিউটর ভেনেদিক্তোভা বলেছেন, ‘শুধু কিয়েভের আশে পাশে থেকেই কমপক্ষে ১ হাজার ২২২ উদ্ধার করা হয়েছে।’
এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেছেন, ‘গতকাল রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।’
সিনেগোবভ টেলিগ্রামে লিখেছেন, ‘সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দশ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ মার্চেও এ শহরে হামলা চালিয়েছিল রুশ সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক মানুষদের বিরুদ্ধে রুশদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।’
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গণহত্যার জন্য রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইউক্রেনের পূর্বাঞ্চলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো। তিনি বলেন, ‘গত শুক্রবার ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।’
গতকাল রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১২ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১৬ ঘণ্টা আগে