ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন। এ ছাড়া ওদেসায় রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি ‘ঐতিহাসিক’ গির্জাও বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দিবাগত রাতে রুশ হামলায় ওদেসার একটি এলাকায় অন্তত দুজন নিহত হয়। আহত হয় আরও ২২ জন। আহতদের মধ্যে চারটিই শিশু।
ইউক্রেনের পুলিশ জেনারেল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো তাঁর টেলিগ্রাম চ্যানেলে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রুশ হামলায় ১৯৭৪ সালে জন্ম নেওয়া এক ব্যক্তি নিহত হয়েছেন।
ক্লিমেঙ্কো বলেছেন, ‘রুশ হামলায় আরও অন্তত ২২ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে চারটিই শিশু। তাদের বয়স যথাক্রমে ১১, ১২, ১৭ এবং মাত্র ২ বছর।’
এদিকে, একই দিনে পৃথক রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি অর্থোডক্স গির্জা বিধ্বস্ত হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, গির্জা ধ্বংসের বিষয়টি যুদ্ধাপরাধের শামিল।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘ইউনেসকো ঘোষিত সুরক্ষিত ওদেসার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ট্রান্সফিগারেশন গির্জাটি ধ্বংস হয়ে গেছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ যা কিয়েভ কখনোই ভুলবে না এবং ক্ষমা করবে না।’
এদিকে, ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম কের্চ সড়ক ও রেলসেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ অঞ্চলে নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলার জেরে চারপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসরত বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী সেতুতে সংক্ষিপ্তভাবে সড়ক যান চলাচল স্থগিতও করা হয়েছে।
ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন। এ ছাড়া ওদেসায় রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি ‘ঐতিহাসিক’ গির্জাও বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দিবাগত রাতে রুশ হামলায় ওদেসার একটি এলাকায় অন্তত দুজন নিহত হয়। আহত হয় আরও ২২ জন। আহতদের মধ্যে চারটিই শিশু।
ইউক্রেনের পুলিশ জেনারেল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো তাঁর টেলিগ্রাম চ্যানেলে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রুশ হামলায় ১৯৭৪ সালে জন্ম নেওয়া এক ব্যক্তি নিহত হয়েছেন।
ক্লিমেঙ্কো বলেছেন, ‘রুশ হামলায় আরও অন্তত ২২ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে চারটিই শিশু। তাদের বয়স যথাক্রমে ১১, ১২, ১৭ এবং মাত্র ২ বছর।’
এদিকে, একই দিনে পৃথক রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি অর্থোডক্স গির্জা বিধ্বস্ত হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, গির্জা ধ্বংসের বিষয়টি যুদ্ধাপরাধের শামিল।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘ইউনেসকো ঘোষিত সুরক্ষিত ওদেসার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ট্রান্সফিগারেশন গির্জাটি ধ্বংস হয়ে গেছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ যা কিয়েভ কখনোই ভুলবে না এবং ক্ষমা করবে না।’
এদিকে, ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম কের্চ সড়ক ও রেলসেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ অঞ্চলে নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলার জেরে চারপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসরত বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী সেতুতে সংক্ষিপ্তভাবে সড়ক যান চলাচল স্থগিতও করা হয়েছে।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৫ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৬ ঘণ্টা আগে