আজকের পত্রিকা ডেস্ক
বুলগেরিয়ার পাঁচ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে যুক্তরাজ্য। আগামী মঙ্গলবার তাঁদের ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শত্রুপক্ষের হয়ে তাঁরা তথ্য সংগ্রহ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ওই পাঁচজন হলেন ওরলিন রৌসেভ, বিজের জামবাজোভ, ক্যাটরিন ইভানোভা, ইভান স্টোয়ানোভ ও ভানিয়া গাবেরোভা। গতকাল শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা মূলত রাশিয়ান সিকিউরিটি সার্ভিসের হয়ে কোনো লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছিলেন। পরে সেই তথ্য রাশিয়ার কাছে সরবরাহ করতেন। তাঁরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁদের কাছে থেকে কয়েকটি দেশের ভুয়া পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।
রৌসেভ, জামবাজোভ ও ইভানোভার (৩১) লন্ডন ও নরফোকের মালিকানাধীন ভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের কর্মকর্তারা যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস, চেক রিপাবলিকের ভুয়া পাসপোর্টসহ কাগজপত্র জব্দ করেন। কিছু কাগজপত্রে রৌসেভ ও জামবাজোভের ছবি আছে। অভিযোগে বলা হচ্ছে, রৌসেভ এসব জালিয়াতির মূল হোতা।
এই চক্রের বিরুদ্ধে মন্টিনিগ্রোতেও নজরদারি অভিযান চালানোর অভিযোগ আনা হয়েছে। এ কাজে সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র তৈরি করা হয়; যাতে ইয়ানোভার ছবি আছে। রৌসেভ, জামবাজোভ ও ইভানোভা কয়েক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। এ সময় তাঁরা বিভিন্ন রকমের পেশায় যুক্ত হন এবং শহরতলিতে থাকতেন।
রাশিয়ার সঙ্গে রৌসেভের ব্যবসায়িক যোগাযোগের ইতিহাস আছে। তিনি ২০০৯ সালে যুক্তরাজ্যে আসেন। তাঁর সবশেষ ঠিকানা গ্রেট ইয়ামাউথের একটি গেস্টহাউস। তিনি সেখানে নিজেকে বুলগেরিয়ান জ্বালানি মন্ত্রণালয়ের একসময়কার পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন। জামবাজোভ নিজেকে একটি হাসপাতালের গাড়িচালক এবং ইভানোভা তাঁর লিংকডইন প্রোফাইলে নিজেকে স্বাস্থ্যবিষয়ক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়েছেন। জামবাজোভ ও ইভানোভা স্বামী-স্ত্রী।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে গাবেরোভা পুরস্কারজয়ী বিউটিশিয়ান। ‘প্রিটি উইমেন’ নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে এবং তিনি আইল্যাশ প্রতিযোগিতার বিচারক ছিলেন।
বুলগেরিয়ার পাঁচ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে যুক্তরাজ্য। আগামী মঙ্গলবার তাঁদের ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শত্রুপক্ষের হয়ে তাঁরা তথ্য সংগ্রহ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ওই পাঁচজন হলেন ওরলিন রৌসেভ, বিজের জামবাজোভ, ক্যাটরিন ইভানোভা, ইভান স্টোয়ানোভ ও ভানিয়া গাবেরোভা। গতকাল শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা মূলত রাশিয়ান সিকিউরিটি সার্ভিসের হয়ে কোনো লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছিলেন। পরে সেই তথ্য রাশিয়ার কাছে সরবরাহ করতেন। তাঁরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁদের কাছে থেকে কয়েকটি দেশের ভুয়া পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।
রৌসেভ, জামবাজোভ ও ইভানোভার (৩১) লন্ডন ও নরফোকের মালিকানাধীন ভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের কর্মকর্তারা যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস, চেক রিপাবলিকের ভুয়া পাসপোর্টসহ কাগজপত্র জব্দ করেন। কিছু কাগজপত্রে রৌসেভ ও জামবাজোভের ছবি আছে। অভিযোগে বলা হচ্ছে, রৌসেভ এসব জালিয়াতির মূল হোতা।
এই চক্রের বিরুদ্ধে মন্টিনিগ্রোতেও নজরদারি অভিযান চালানোর অভিযোগ আনা হয়েছে। এ কাজে সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র তৈরি করা হয়; যাতে ইয়ানোভার ছবি আছে। রৌসেভ, জামবাজোভ ও ইভানোভা কয়েক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। এ সময় তাঁরা বিভিন্ন রকমের পেশায় যুক্ত হন এবং শহরতলিতে থাকতেন।
রাশিয়ার সঙ্গে রৌসেভের ব্যবসায়িক যোগাযোগের ইতিহাস আছে। তিনি ২০০৯ সালে যুক্তরাজ্যে আসেন। তাঁর সবশেষ ঠিকানা গ্রেট ইয়ামাউথের একটি গেস্টহাউস। তিনি সেখানে নিজেকে বুলগেরিয়ান জ্বালানি মন্ত্রণালয়ের একসময়কার পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন। জামবাজোভ নিজেকে একটি হাসপাতালের গাড়িচালক এবং ইভানোভা তাঁর লিংকডইন প্রোফাইলে নিজেকে স্বাস্থ্যবিষয়ক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়েছেন। জামবাজোভ ও ইভানোভা স্বামী-স্ত্রী।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে গাবেরোভা পুরস্কারজয়ী বিউটিশিয়ান। ‘প্রিটি উইমেন’ নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে এবং তিনি আইল্যাশ প্রতিযোগিতার বিচারক ছিলেন।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৩ ঘণ্টা আগে