ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার গোপন অভিযান থেকে যুক্তরাজ্যের জলসীমা রক্ষা করার জন্য ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইয়ান্টার নামে রাশিয়ার গুপ্তচর জাহাজটিকে এই সপ্তাহে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যেতে দেখা গেছে। চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি ব্রিটিশ নৌবাহিনীর এইচএমএস সমারসেট জাহাজকে পাশ কাটিয়ে যায়।
ব্রিটিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ইয়ান্টার জাহাজটি গত নভেম্বরে প্রথমবারের মতো ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছিল এবং সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিঘ্ন ঘটিয়েছিল। পরে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্ক করা হলে এটি যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে ভূমধ্যসাগরের দিকে যায়। কিন্তু দ্বিতীয়বারের মতো এটি আবারও ফিরে এসেছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বাল্টিক সাগরে আরও কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সন্দেহজনক গতিবিধির তীব্র উদ্বেগের মধ্যেই এবার যুক্তরাজ্যের দাবিটি সামনে এল।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কেবল (তার) এবং অন্যান্য অফশোর অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে যুক্তরাজ্য। ন্যাটোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য সামুদ্রিক টহল জোরদারের পাশাপাশি তারা নজরদারি বিমানও সরবরাহ করছে।
হিলি বলেন, ‘পুতিনের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আমরা জানি, তোমরা কী করছো এবং ব্রিটেনকে রক্ষা করার জন্য আমরা জোরালো পদক্ষেপ নিতে পিছপা হব না।’
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নর্ডিক ওয়ার্ডেন নামে পরিচিত একটি উন্নত এআই সিস্টেম মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন হিলি। গত ডিসেম্বরেই এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের মধ্যকার সমুদ্রতলে তারের ক্ষতি হলে ব্রিটিশ সরকার এই ঘোষণা দিয়েছিল।
হিলি আরও বলেন, ‘আমাদের যৌথ বাহিনী এবং ন্যাটো মিত্রদের পাশাপাশি, আমরা রাশিয়ান জাহাজ এবং বিমান যেন যুক্তরাজ্য বা ন্যাটো অঞ্চলের কাছাকাছি গোপনে চলাচল করতে না পারে তা নিশ্চিত করার প্রক্রিয়া জোরদার করছি।
‘আমরা পুতিনের নির্দেশিত ক্ষতিকারক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখব। ইউক্রেনে অবৈধ আক্রমণের জন্য তাঁর অর্থায়ন রোধ করতে রাশিয়ার ছায়া নৌবহরের ওপর কঠোর ব্যবস্থা নেব।’
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাজ্যের বিবৃতিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার গোপন অভিযান থেকে যুক্তরাজ্যের জলসীমা রক্ষা করার জন্য ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইয়ান্টার নামে রাশিয়ার গুপ্তচর জাহাজটিকে এই সপ্তাহে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যেতে দেখা গেছে। চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি ব্রিটিশ নৌবাহিনীর এইচএমএস সমারসেট জাহাজকে পাশ কাটিয়ে যায়।
ব্রিটিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ইয়ান্টার জাহাজটি গত নভেম্বরে প্রথমবারের মতো ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছিল এবং সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিঘ্ন ঘটিয়েছিল। পরে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্ক করা হলে এটি যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে ভূমধ্যসাগরের দিকে যায়। কিন্তু দ্বিতীয়বারের মতো এটি আবারও ফিরে এসেছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বাল্টিক সাগরে আরও কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সন্দেহজনক গতিবিধির তীব্র উদ্বেগের মধ্যেই এবার যুক্তরাজ্যের দাবিটি সামনে এল।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কেবল (তার) এবং অন্যান্য অফশোর অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে যুক্তরাজ্য। ন্যাটোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য সামুদ্রিক টহল জোরদারের পাশাপাশি তারা নজরদারি বিমানও সরবরাহ করছে।
হিলি বলেন, ‘পুতিনের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আমরা জানি, তোমরা কী করছো এবং ব্রিটেনকে রক্ষা করার জন্য আমরা জোরালো পদক্ষেপ নিতে পিছপা হব না।’
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নর্ডিক ওয়ার্ডেন নামে পরিচিত একটি উন্নত এআই সিস্টেম মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন হিলি। গত ডিসেম্বরেই এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের মধ্যকার সমুদ্রতলে তারের ক্ষতি হলে ব্রিটিশ সরকার এই ঘোষণা দিয়েছিল।
হিলি আরও বলেন, ‘আমাদের যৌথ বাহিনী এবং ন্যাটো মিত্রদের পাশাপাশি, আমরা রাশিয়ান জাহাজ এবং বিমান যেন যুক্তরাজ্য বা ন্যাটো অঞ্চলের কাছাকাছি গোপনে চলাচল করতে না পারে তা নিশ্চিত করার প্রক্রিয়া জোরদার করছি।
‘আমরা পুতিনের নির্দেশিত ক্ষতিকারক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখব। ইউক্রেনে অবৈধ আক্রমণের জন্য তাঁর অর্থায়ন রোধ করতে রাশিয়ার ছায়া নৌবহরের ওপর কঠোর ব্যবস্থা নেব।’
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাজ্যের বিবৃতিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ মিনিট আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
১৩ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
৩১ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে