ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার গোপন অভিযান থেকে যুক্তরাজ্যের জলসীমা রক্ষা করার জন্য ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইয়ান্টার নামে রাশিয়ার গুপ্তচর জাহাজটিকে এই সপ্তাহে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যেতে দেখা গেছে। চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি ব্রিটিশ নৌবাহিনীর এইচএমএস সমারসেট জাহাজকে পাশ কাটিয়ে যায়।
ব্রিটিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ইয়ান্টার জাহাজটি গত নভেম্বরে প্রথমবারের মতো ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছিল এবং সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিঘ্ন ঘটিয়েছিল। পরে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্ক করা হলে এটি যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে ভূমধ্যসাগরের দিকে যায়। কিন্তু দ্বিতীয়বারের মতো এটি আবারও ফিরে এসেছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বাল্টিক সাগরে আরও কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সন্দেহজনক গতিবিধির তীব্র উদ্বেগের মধ্যেই এবার যুক্তরাজ্যের দাবিটি সামনে এল।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কেবল (তার) এবং অন্যান্য অফশোর অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে যুক্তরাজ্য। ন্যাটোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য সামুদ্রিক টহল জোরদারের পাশাপাশি তারা নজরদারি বিমানও সরবরাহ করছে।
হিলি বলেন, ‘পুতিনের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আমরা জানি, তোমরা কী করছো এবং ব্রিটেনকে রক্ষা করার জন্য আমরা জোরালো পদক্ষেপ নিতে পিছপা হব না।’
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নর্ডিক ওয়ার্ডেন নামে পরিচিত একটি উন্নত এআই সিস্টেম মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন হিলি। গত ডিসেম্বরেই এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের মধ্যকার সমুদ্রতলে তারের ক্ষতি হলে ব্রিটিশ সরকার এই ঘোষণা দিয়েছিল।
হিলি আরও বলেন, ‘আমাদের যৌথ বাহিনী এবং ন্যাটো মিত্রদের পাশাপাশি, আমরা রাশিয়ান জাহাজ এবং বিমান যেন যুক্তরাজ্য বা ন্যাটো অঞ্চলের কাছাকাছি গোপনে চলাচল করতে না পারে তা নিশ্চিত করার প্রক্রিয়া জোরদার করছি।
‘আমরা পুতিনের নির্দেশিত ক্ষতিকারক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখব। ইউক্রেনে অবৈধ আক্রমণের জন্য তাঁর অর্থায়ন রোধ করতে রাশিয়ার ছায়া নৌবহরের ওপর কঠোর ব্যবস্থা নেব।’
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাজ্যের বিবৃতিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার গোপন অভিযান থেকে যুক্তরাজ্যের জলসীমা রক্ষা করার জন্য ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইয়ান্টার নামে রাশিয়ার গুপ্তচর জাহাজটিকে এই সপ্তাহে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যেতে দেখা গেছে। চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি ব্রিটিশ নৌবাহিনীর এইচএমএস সমারসেট জাহাজকে পাশ কাটিয়ে যায়।
ব্রিটিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ইয়ান্টার জাহাজটি গত নভেম্বরে প্রথমবারের মতো ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছিল এবং সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিঘ্ন ঘটিয়েছিল। পরে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্ক করা হলে এটি যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে ভূমধ্যসাগরের দিকে যায়। কিন্তু দ্বিতীয়বারের মতো এটি আবারও ফিরে এসেছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বাল্টিক সাগরে আরও কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সন্দেহজনক গতিবিধির তীব্র উদ্বেগের মধ্যেই এবার যুক্তরাজ্যের দাবিটি সামনে এল।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কেবল (তার) এবং অন্যান্য অফশোর অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে যুক্তরাজ্য। ন্যাটোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য সামুদ্রিক টহল জোরদারের পাশাপাশি তারা নজরদারি বিমানও সরবরাহ করছে।
হিলি বলেন, ‘পুতিনের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আমরা জানি, তোমরা কী করছো এবং ব্রিটেনকে রক্ষা করার জন্য আমরা জোরালো পদক্ষেপ নিতে পিছপা হব না।’
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নর্ডিক ওয়ার্ডেন নামে পরিচিত একটি উন্নত এআই সিস্টেম মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন হিলি। গত ডিসেম্বরেই এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের মধ্যকার সমুদ্রতলে তারের ক্ষতি হলে ব্রিটিশ সরকার এই ঘোষণা দিয়েছিল।
হিলি আরও বলেন, ‘আমাদের যৌথ বাহিনী এবং ন্যাটো মিত্রদের পাশাপাশি, আমরা রাশিয়ান জাহাজ এবং বিমান যেন যুক্তরাজ্য বা ন্যাটো অঞ্চলের কাছাকাছি গোপনে চলাচল করতে না পারে তা নিশ্চিত করার প্রক্রিয়া জোরদার করছি।
‘আমরা পুতিনের নির্দেশিত ক্ষতিকারক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখব। ইউক্রেনে অবৈধ আক্রমণের জন্য তাঁর অর্থায়ন রোধ করতে রাশিয়ার ছায়া নৌবহরের ওপর কঠোর ব্যবস্থা নেব।’
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাজ্যের বিবৃতিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
২৬ মিনিট আগেসোনম ওয়াংচুক গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত ‘ব্রিথ পাকিস্তান’ জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন। ‘ডন মিডিয়া’ আয়োজিত এ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের উদ্দেশ্য ছিল পাকিস্তানে পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে সচেতনতা তৈরি করা।
২৯ মিনিট আগেঅনলাইনে ভিডিও দেখে আস্ত একটি রকেট বানিয়ে ফেলেছে ১৮ বছর বয়সী চীনা তরুণ ঝ্যাং শিজি। এই ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে চীনজুড়ে। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঝ্যাংয়ের তৈরি রকেট ৪০০ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে।
২ ঘণ্টা আগেমিয়ানমারের সেনাশাসকেরা চার বছর আগে এক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফল বাতিল, গঠিত নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এখন তারা আবারও ক্ষমতা দীর্ঘায়িত করতে এক নতুন নির্বাচন আয়োজন করছে। আন্তর্জাতিক মহল ‘ভুয়া ভোট’ বলে নিন্দা করলেও জান্তা সরকার এই ভোটকে বৈধতা দিতে ভারতের সমর্থন চাইছে।
৩ ঘণ্টা আগে