নরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
মারিয়াস বোর্গ হোইবিকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর আইনজীবী অয়ভিন্ড ব্রাটরিয়েন নরওয়ের সরকারি গণমাধ্যম এনআরকে-কে জানান, বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
যুবরাজ হাকন ও মেট-মারিট ২০০১ সালে বিয়ে করেন। এই দম্পতির ছেলে মারিয়াস বোর্গ হোইবি।
নরওয়ের পুলিশ জানিয়েছে, মারিয়াস বোর্গ হোইবিকে ফৌজদারি বিধি লঙ্ঘন করার অপরাধে গ্রেপ্তার করা হয়। তিনি এমন একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, যিনি অচেতন বা অন্য কোনো কারণে নিজেকে রক্ষা করতে অক্ষম ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, তিনি যে ধরনের যৌন আচরণ করেছেন যেখানে ভুক্তভোগী নারীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। ওই ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, তিনি নিজেকে রক্ষা করবেন এমন কোন পরিস্থিতি সেখানে ছিল না।
২০ বছর বয়সী ভুক্তভোগী তরুণীর আইনজীবী হেগে সোলোমন সিএনএনকে জানান, বোর্গ হোইবির সঙ্গে আগে কখনোই তাঁর দেখা হয়নি। ঘটনার দিনই তাঁদের প্রথম দেখা হয়। এর আগে তাঁরা কেউ কাউকে চিনতেন না।
অন্য এক প্রতিবেদনে এনআরকে জানিয়েছে, বোর্গ হোইবির বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। অভিযোগকারীদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। এদের মধ্যে তিনজন নারীর সঙ্গে হোইবির সম্পর্ক ছিল। তাঁরা সবাই হোইবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।
এর আগে গত আগস্টে নরওয়ে পুলিশ বোর্গ হোইবিকে অসলোর একটি ভবন থেকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছিল। যেখানে অভিযোগকারী নারীদের মধ্যে একজন ছিলেন। সোমবার রাতে যখন হোইবিকে গ্রেপ্তার করা হয় তখনও ওই নারী তাঁর গাড়িতে ছিলেন।
নরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
মারিয়াস বোর্গ হোইবিকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর আইনজীবী অয়ভিন্ড ব্রাটরিয়েন নরওয়ের সরকারি গণমাধ্যম এনআরকে-কে জানান, বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
যুবরাজ হাকন ও মেট-মারিট ২০০১ সালে বিয়ে করেন। এই দম্পতির ছেলে মারিয়াস বোর্গ হোইবি।
নরওয়ের পুলিশ জানিয়েছে, মারিয়াস বোর্গ হোইবিকে ফৌজদারি বিধি লঙ্ঘন করার অপরাধে গ্রেপ্তার করা হয়। তিনি এমন একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, যিনি অচেতন বা অন্য কোনো কারণে নিজেকে রক্ষা করতে অক্ষম ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, তিনি যে ধরনের যৌন আচরণ করেছেন যেখানে ভুক্তভোগী নারীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। ওই ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, তিনি নিজেকে রক্ষা করবেন এমন কোন পরিস্থিতি সেখানে ছিল না।
২০ বছর বয়সী ভুক্তভোগী তরুণীর আইনজীবী হেগে সোলোমন সিএনএনকে জানান, বোর্গ হোইবির সঙ্গে আগে কখনোই তাঁর দেখা হয়নি। ঘটনার দিনই তাঁদের প্রথম দেখা হয়। এর আগে তাঁরা কেউ কাউকে চিনতেন না।
অন্য এক প্রতিবেদনে এনআরকে জানিয়েছে, বোর্গ হোইবির বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। অভিযোগকারীদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। এদের মধ্যে তিনজন নারীর সঙ্গে হোইবির সম্পর্ক ছিল। তাঁরা সবাই হোইবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।
এর আগে গত আগস্টে নরওয়ে পুলিশ বোর্গ হোইবিকে অসলোর একটি ভবন থেকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছিল। যেখানে অভিযোগকারী নারীদের মধ্যে একজন ছিলেন। সোমবার রাতে যখন হোইবিকে গ্রেপ্তার করা হয় তখনও ওই নারী তাঁর গাড়িতে ছিলেন।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
৯ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
৪৪ মিনিট আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে