Ajker Patrika

‘ডার্টি বোমা’ ব্যবহার নিয়ে রাশিয়ার দাবি অস্বীকার ইউক্রেনের

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪: ১৫
‘ডার্টি বোমা’ ব্যবহার নিয়ে রাশিয়ার দাবি অস্বীকার ইউক্রেনের

ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় উপাদান সমৃদ্ধ ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেন।

বিবিসির খবরে জানা যায়, ইউক্রেন নিজ ভূখণ্ডে বিশেষ ‘ডার্টি বোমা’ ব্যবহার করে রাশিয়ার ওপর দায় চাপানোর পরিকল্পনা করছে এমন অভিযোগ মস্কোর। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার (২৩ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার বিষয়ে অভিযোগ করেন।

মস্কোর এমন অভিযোগকে মিথ্যা ও ভয়ংকর বলছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তা কেবল রাশিয়ার পক্ষেই সম্ভব।

মস্কোর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘যদি রাশিয়া অভিযোগ করে ইউক্রেন এমন বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে বুঝতে হবে তাঁরাই এ ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে।’

এদিকে ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার অভিযোগ যৌথভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। সোমবার (২৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ ও ফরাসি সরকারের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন নিজ ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার মিথ্যা অভিযোগসমূহ আমরা প্রত্যাখ্যান করছি। রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখা হবে।’

তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি এ ‘ডার্টি বোমা’ একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক ও ভয়ংকর। তবে পরমাণু বোমার মতো অতটা ভয়ানক নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত