রাশিয়ার প্রতি সৈন্য অপসারণের প্রমাণ চেয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। স্থানীয় সময় বুধবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টলটনেবার্গ এ আহ্বান জানান। ন্যাটোর ব্রাসেলসের হেডকোয়ার্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্টলটেনবার্গ বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রাশিয়া সৈন্য প্রত্যাহার করছে...কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে, রাশিয়া ক্রমশ সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে এবং আরও সেনা সেখানে পৌঁছানোর পথে রয়েছে।’
রাশিয়া ইউক্রেন সীমান্তে আরও সৈন্য সমাবেশ করছে এমন সতর্কবার্তা উচ্চারণ করে স্টলটেনবার্গ আরও বলেন, ‘তাঁরা যদি সত্যিই সৈন্য অপসারণ করে তবে তা আমরা স্বাগত জানাই। কিন্তু তাঁরা যেটা করেছে তা হল, তাঁদের সৈন্য, ট্যাংক এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের অবস্থান কেবল এদিক সেদিক করেছে—যাতে আমাদের মনে হয় যে, তাঁরা সৈন্য অপসারণ করছে। কিন্তু এমন কর্মকাণ্ড সৈন্য প্রত্যাহারের বিষয়টি প্রমাণ করে না।’
এ দিকে, রাশিয়া কর্তৃক সৈন্য অপসারণের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়াকে তাঁর কাজের মাধ্যমে বিবেচনা করা হবে, কথায় নয়।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেস বলেছেন, ‘ক্রেমলিন ঘোষণা দিয়েছে তাঁরা সৈন্য অপসারণ করছে, কিন্তু আমরা এখনো এর কোনো প্রমাণ দেখতে পাইনি।’
স্টলটেনবার্গের সুরে সুর মিলিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা আরও বাড়াচ্ছে। এ সময় তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সৈন্য অপসারণের পর্যাপ্ত প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে।’
এ দিকে বুধবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়, ক্রিমিয়ায় সামরিক মহড়া শেষ করেছে রাশিয়া। সেখানকার সৈন্যরা ঘাঁটিতে ফিরে গেছে।
রাশিয়ার প্রতি সৈন্য অপসারণের প্রমাণ চেয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। স্থানীয় সময় বুধবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টলটনেবার্গ এ আহ্বান জানান। ন্যাটোর ব্রাসেলসের হেডকোয়ার্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্টলটেনবার্গ বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রাশিয়া সৈন্য প্রত্যাহার করছে...কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে, রাশিয়া ক্রমশ সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে এবং আরও সেনা সেখানে পৌঁছানোর পথে রয়েছে।’
রাশিয়া ইউক্রেন সীমান্তে আরও সৈন্য সমাবেশ করছে এমন সতর্কবার্তা উচ্চারণ করে স্টলটেনবার্গ আরও বলেন, ‘তাঁরা যদি সত্যিই সৈন্য অপসারণ করে তবে তা আমরা স্বাগত জানাই। কিন্তু তাঁরা যেটা করেছে তা হল, তাঁদের সৈন্য, ট্যাংক এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের অবস্থান কেবল এদিক সেদিক করেছে—যাতে আমাদের মনে হয় যে, তাঁরা সৈন্য অপসারণ করছে। কিন্তু এমন কর্মকাণ্ড সৈন্য প্রত্যাহারের বিষয়টি প্রমাণ করে না।’
এ দিকে, রাশিয়া কর্তৃক সৈন্য অপসারণের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়াকে তাঁর কাজের মাধ্যমে বিবেচনা করা হবে, কথায় নয়।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেস বলেছেন, ‘ক্রেমলিন ঘোষণা দিয়েছে তাঁরা সৈন্য অপসারণ করছে, কিন্তু আমরা এখনো এর কোনো প্রমাণ দেখতে পাইনি।’
স্টলটেনবার্গের সুরে সুর মিলিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা আরও বাড়াচ্ছে। এ সময় তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সৈন্য অপসারণের পর্যাপ্ত প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে।’
এ দিকে বুধবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়, ক্রিমিয়ায় সামরিক মহড়া শেষ করেছে রাশিয়া। সেখানকার সৈন্যরা ঘাঁটিতে ফিরে গেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে