অনলাইন ডেস্ক
একটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক ফ্রিডরিখ মের্ৎস উপস্থিত ছিলেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ওই তিন নেতা সে সময় পোল্যান্ড থেকে ইউক্রেন যাচ্ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ এবং রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করানোর কূটনৈতিক প্রয়াসই ছিল এই সফরের উদ্দেশ্য।
এদিকে সফরের পরপরই সামাজিক মাধ্যমে রাশিয়াপন্থী কিছু অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয়—ভিডিওতে টেবিলের ওপর একটি সাদা পাউডারের ব্যাগ দেখা যায় এবং ক্যামেরা দেখে এটি মাখোঁ দ্রুত তুলে নেন, পরে নিজের বাহুর নিচে লুকিয়ে ফেলেন।
কেউ কেউ দাবি করেন, সেটি কোকেনের ব্যাগ, আর ফ্রিডরিখ মের্ৎস কোকেন খাওয়ায় ব্যবহৃত একটি চামচ লুকিয়ে ফেলেছেন।
একটি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘মাখোঁ, স্টারমার এবং মের্ৎস কিয়েভ থেকে ফেরার পথে ভিডিওতে ধরা পড়েছেন। টেবিলে সাদা পাউডারের ব্যাগ, মাখোঁ সেটি পকেটে পুরে ফেলেন, মের্ৎস লুকান চামচ। কোনো ব্যাখ্যা নেই।’
এই দাবি দ্রুতই ফরাসি সরকারের পক্ষ থেকে খণ্ডন করা হয়। এলিসি প্রাসাদের পক্ষ থেকে বলা হয়, ‘যখন ইউরোপীয় ঐক্য কিছু পক্ষের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে, তখন মিথ্যা তথ্য এমন জায়গায় পৌঁছায় যে, একটি সাধারণ টিস্যুকেও মাদক হিসেবে দেখানো হয়।’
আরও বলা হয়, ছবিতে দেখা যাওয়া বস্তুটি ছিল একটি সাদা রুমাল বা টিস্যু। প্রেসিডেন্টের অফিস থেকে এক্সে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে তিন নেতা হাত মেলাচ্ছেন। ক্যাপশনে লেখা হয়—‘এটাই ইউরোপীয় ঐক্য।’
ফরাসি সরকারের দাবি, দেশের ভেতরে এবং বাইরে থাকা শত্রুরাই এই ভুয়া সংবাদ ছড়ানোর নেপথ্যে রয়েছে। এদের মধ্যে ইউরোপের চরম ডানপন্থী প্রোপাগান্ডাকারীরাও রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এবং ইউরোপের অন্যান্য নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দেন, পুতিন যদি এতে রাজি না হন, তাহলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোপীয় নেতাদের প্রস্তাবকে ‘বিভ্রান্তিকর ও বিরোধিতামূলক’ বলে মন্তব্য করেছেন। তবে রুশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় নেবে এবং তাদের নিজস্ব অবস্থানও রয়েছে।
একটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক ফ্রিডরিখ মের্ৎস উপস্থিত ছিলেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ওই তিন নেতা সে সময় পোল্যান্ড থেকে ইউক্রেন যাচ্ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ এবং রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করানোর কূটনৈতিক প্রয়াসই ছিল এই সফরের উদ্দেশ্য।
এদিকে সফরের পরপরই সামাজিক মাধ্যমে রাশিয়াপন্থী কিছু অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয়—ভিডিওতে টেবিলের ওপর একটি সাদা পাউডারের ব্যাগ দেখা যায় এবং ক্যামেরা দেখে এটি মাখোঁ দ্রুত তুলে নেন, পরে নিজের বাহুর নিচে লুকিয়ে ফেলেন।
কেউ কেউ দাবি করেন, সেটি কোকেনের ব্যাগ, আর ফ্রিডরিখ মের্ৎস কোকেন খাওয়ায় ব্যবহৃত একটি চামচ লুকিয়ে ফেলেছেন।
একটি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘মাখোঁ, স্টারমার এবং মের্ৎস কিয়েভ থেকে ফেরার পথে ভিডিওতে ধরা পড়েছেন। টেবিলে সাদা পাউডারের ব্যাগ, মাখোঁ সেটি পকেটে পুরে ফেলেন, মের্ৎস লুকান চামচ। কোনো ব্যাখ্যা নেই।’
এই দাবি দ্রুতই ফরাসি সরকারের পক্ষ থেকে খণ্ডন করা হয়। এলিসি প্রাসাদের পক্ষ থেকে বলা হয়, ‘যখন ইউরোপীয় ঐক্য কিছু পক্ষের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে, তখন মিথ্যা তথ্য এমন জায়গায় পৌঁছায় যে, একটি সাধারণ টিস্যুকেও মাদক হিসেবে দেখানো হয়।’
আরও বলা হয়, ছবিতে দেখা যাওয়া বস্তুটি ছিল একটি সাদা রুমাল বা টিস্যু। প্রেসিডেন্টের অফিস থেকে এক্সে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে তিন নেতা হাত মেলাচ্ছেন। ক্যাপশনে লেখা হয়—‘এটাই ইউরোপীয় ঐক্য।’
ফরাসি সরকারের দাবি, দেশের ভেতরে এবং বাইরে থাকা শত্রুরাই এই ভুয়া সংবাদ ছড়ানোর নেপথ্যে রয়েছে। এদের মধ্যে ইউরোপের চরম ডানপন্থী প্রোপাগান্ডাকারীরাও রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এবং ইউরোপের অন্যান্য নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দেন, পুতিন যদি এতে রাজি না হন, তাহলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোপীয় নেতাদের প্রস্তাবকে ‘বিভ্রান্তিকর ও বিরোধিতামূলক’ বলে মন্তব্য করেছেন। তবে রুশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় নেবে এবং তাদের নিজস্ব অবস্থানও রয়েছে।
যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে— এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে, সেখানেও ব্যর্থ তারা।
২ ঘণ্টা আগেহামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেবেলজিয়ামে খুঁজে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনা প্রাইভেট জন টেইম। সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মৃত্যুর প্রায় ১০৮ বছর পর গত ৮ মে টেইমকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুরিদকের মতো জায়গাগুলো এখন ভারতের কাছে ‘সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়’। স্থানীয় সময় আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রের ভয়ে ভীত নয় ভারত।
৫ ঘণ্টা আগে