আজকের পত্রিকা ডেস্ক
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
১ ঘণ্টা আগেকৌতুহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারত পৌঁছে গেছে এক কিশোর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেদক্ষ জনশক্তির এইচ-১বি ভিসা আবেদনের ফি ১ লাখ ডলার করেছে ট্রাম্প প্রশাসন। এবার প্রশ্ন উঠেছে, চিকিৎসকদের বেলায়ও কি এই চড়া অঙ্কের ভিসা ফি কার্যকর হবে? এ নিয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এইচ-১বি ভিসার এই ১ লাখ ডলারের ফি দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের ছাড় মিলতে পারে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক টাইলেনল—যা প্যারাসিটামল নামেও পরিচিত—এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ওষুধটির সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে হতে পারে। তবে এখন পর্যন্ত এই সংযোগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
২ ঘণ্টা আগে