অনলাইন ডেস্ক
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
২ ঘণ্টা আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৫ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৫ ঘণ্টা আগে