Ajker Patrika

ইউক্রেনকে প্রায় ৫০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে ইইউ

ইউক্রেনকে প্রায় ৫০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে ইইউ

ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া হবে ৫০০ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনকে যুক্তরাজ্যের দেওয়া সহায়তার পরিমাণ ২৬৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা হিসেবে দিতে যাচ্ছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অর্থমন্ত্রীরা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর চলতি মাসে এই ঋণ ইউরোপীয় কাউন্সিলের অনুমোদন পেল। ইউক্রেনকে পরবর্তী ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইউক্রেনের সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার দ্বিতীয় ধাপ। দেশটির তাৎক্ষণিক অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী ও পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নিতেই এই সহায়তা।’ গত জুলাই মাসে ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনকে এই একই প্যাকেজের আওতায় ১০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা শিগগিরই পাওয়া গেলেও যুক্তরাজ্যের সহায়তা কবে নাগাদ পাওয়া যাবে সেই বিষয়ে স্পষ্ট নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনে ব্রিটিশ সহায়তা ২৬৩ কোটি ডলার কিংবা তার চেয়েও বেশি পরিমাণে হবে। 

এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছিলেন, ‘যুক্তরাজ্য প্রতিটি পদক্ষেপে আপনাদের পেছনে থাকবে।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ইউক্রেনের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ট্রাস এই কথা বলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত