ব্রেক্সিটের ৫ বছর পর প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ইইউর এক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন কিয়ার স্টারমার। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ওপর আলোচনায় অংশ নেবেন তিনি। পাশাপাশি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরকে স্টারমার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের পুনর্গঠন হিসেবে অভিহিত করেছেন।
যদিও স্টারমার প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাজ্য আবারও ইউরোপীয় ইউনিয়নের একক বাজার বা কাস্টমস ইউনিয়নে যোগ দেবে না, বা স্বাধীন চলাচলের নিয়মে সম্মত হবে না। তবে মন্ত্রীরা প্রতিরক্ষা ও নিরাপত্তা, অপরাধ এবং বাণিজ্যের ক্ষেত্রে আরও উন্নত সম্পর্ক চায়।
তারা আশা করছে, শিগগিরই এ বিষয়ে সমাধান মিলবে। এই আলোচনা আগামী বসন্তের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে, যা এপ্রিল বা মে মাসের ইউকে-ইইউ সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রে অবস্থিত ১৬শ শতকের একটি রাজপ্রাসাদ প্যালেস দ’এগমন্টে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের নেতারা।
ইইউ স্বীকার করছে, তাদের নিজেদের প্রতিরক্ষায় আরও দায়িত্ব নিতে হবে, যা ট্রাম্পের অন্যতম প্রধান দাবি। ট্রাম্প ইইউকে আমদানি শুল্ক বা কর আরোপের হুমকি দিচ্ছেন।
স্টারমার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন, যা স্পষ্টতই পুতিনকে উদ্বিগ্ন করেছে। আমরা জানি তিনি রাশিয়ার অর্থনীতির অবস্থা নিয়ে চিন্তিত।’
তিনি আরও বলেন, ‘আমি এখানে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে এসেছি। রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার জন্য, তার জ্বালানি রাজস্ব এবং মিসাইল কারখানাগুলোতে সরবরাহকারী কোম্পানিগুলোকে লক্ষ্য করে এগোব যা পুতিনের যুদ্ধ যন্ত্রকে বিধ্বস্ত করবে। কারণ পরিশেষে, আমাদের সামরিক সহায়তার পাশাপাশি, এটাই হবে যা শান্তি আরও কাছাকাছি আনবে।’
ইইউর সঙ্গে মিলে বড় ও সংগঠিত অপরাধগুলো মোকাবিলায় এবং বাণিজ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা করছে যুক্তরাজ্য। এ ছাড়া যুক্তরাজ্য ও ইইউর মধ্যে খাদ্য ও পশুসম্পদকে আরও মুক্তভাবে বাণিজ্যিকভাবে আদান-প্রদানের অনুমতি দেওয়া হচ্ছে। জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে। পেশাদার যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি এবং ভ্রমণরত সংগীতশিল্পীদের সহজে চলাচল করার অনুমতি দেওয়া নিয়েও আলোচনা চলছে।
যুক্তরাজ্য ও ইইউর তরুণদের আরও সহজে ভ্রমণ একটি স্কিম চালু করার কথা বলা হচ্ছে। অবশ্য এতে ইইউ থেকে অনেক বেশি মানুষ যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে এখন পর্যন্ত মন্ত্রীরা এই ধারণাটি প্রত্যাখ্যান করেছেন।
এ ছাড়া ইইউ যুক্তরাজ্যকে ‘প্যান-ইউরো-মিডিটারানিয়ান কনভেনশন’-এ যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই কনভেনশন পুরোপুরি একটি কাস্টমস ইউনিয়ন নয়, তবে এটি সেই সব উপাদানের ওপর কাস্টমস শুল্ক সরিয়ে দেয় যা অন্য সদস্য দেশগুলো থেকে আসা পণ্যে ব্যবহার করা হয়। এই কনভেনশন গাড়ি শিল্পের মতো শিল্পগুলোর জন্য সহায়ক হতে পারে।
ইইউর সঙ্গে সরকারের পক্ষে আলোচনা করছেন মাইকেল এলাম। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সময় ডাউনিং স্ট্রিটে কাজ করতেন তিনি। এলাম মন্ত্রিপরিষদ অফিসের ইইউ সম্পর্ক বিষয়ক সচিবালয়ের দায়িত্বে আছেন, যা স্টারমার সরকার গঠনের পর শুরু হয়।
তবে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে এই আলোচনা নিয়ে স্টারমার উভয় দিক থেকেই রাজনৈতিক চাপে রয়েছেন। এ উদ্যোগগুলো প্রসঙ্গে কনজারভেটিভ নেতা কেমি বাডেনচ বলেন, ‘লেবার সরকার অতীতের বিভাজনগুলো পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের ইউরোপীয় ইউনিয়নের দিকে ঠেলে দিচ্ছে।’
লিবারেল ডেমোক্র্যাটদের নেতা স্যার এড ডেভি বলেন, সরকারকে কাস্টমস ইউনিয়নে আবার যোগ দেওয়ার জন্য আলোচনা করা উচিত।
ব্রেক্সিটের ৫ বছর পর প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ইইউর এক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন কিয়ার স্টারমার। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ওপর আলোচনায় অংশ নেবেন তিনি। পাশাপাশি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরকে স্টারমার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের পুনর্গঠন হিসেবে অভিহিত করেছেন।
যদিও স্টারমার প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাজ্য আবারও ইউরোপীয় ইউনিয়নের একক বাজার বা কাস্টমস ইউনিয়নে যোগ দেবে না, বা স্বাধীন চলাচলের নিয়মে সম্মত হবে না। তবে মন্ত্রীরা প্রতিরক্ষা ও নিরাপত্তা, অপরাধ এবং বাণিজ্যের ক্ষেত্রে আরও উন্নত সম্পর্ক চায়।
তারা আশা করছে, শিগগিরই এ বিষয়ে সমাধান মিলবে। এই আলোচনা আগামী বসন্তের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে, যা এপ্রিল বা মে মাসের ইউকে-ইইউ সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রে অবস্থিত ১৬শ শতকের একটি রাজপ্রাসাদ প্যালেস দ’এগমন্টে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের নেতারা।
ইইউ স্বীকার করছে, তাদের নিজেদের প্রতিরক্ষায় আরও দায়িত্ব নিতে হবে, যা ট্রাম্পের অন্যতম প্রধান দাবি। ট্রাম্প ইইউকে আমদানি শুল্ক বা কর আরোপের হুমকি দিচ্ছেন।
স্টারমার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন, যা স্পষ্টতই পুতিনকে উদ্বিগ্ন করেছে। আমরা জানি তিনি রাশিয়ার অর্থনীতির অবস্থা নিয়ে চিন্তিত।’
তিনি আরও বলেন, ‘আমি এখানে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে এসেছি। রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার জন্য, তার জ্বালানি রাজস্ব এবং মিসাইল কারখানাগুলোতে সরবরাহকারী কোম্পানিগুলোকে লক্ষ্য করে এগোব যা পুতিনের যুদ্ধ যন্ত্রকে বিধ্বস্ত করবে। কারণ পরিশেষে, আমাদের সামরিক সহায়তার পাশাপাশি, এটাই হবে যা শান্তি আরও কাছাকাছি আনবে।’
ইইউর সঙ্গে মিলে বড় ও সংগঠিত অপরাধগুলো মোকাবিলায় এবং বাণিজ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা করছে যুক্তরাজ্য। এ ছাড়া যুক্তরাজ্য ও ইইউর মধ্যে খাদ্য ও পশুসম্পদকে আরও মুক্তভাবে বাণিজ্যিকভাবে আদান-প্রদানের অনুমতি দেওয়া হচ্ছে। জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে। পেশাদার যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি এবং ভ্রমণরত সংগীতশিল্পীদের সহজে চলাচল করার অনুমতি দেওয়া নিয়েও আলোচনা চলছে।
যুক্তরাজ্য ও ইইউর তরুণদের আরও সহজে ভ্রমণ একটি স্কিম চালু করার কথা বলা হচ্ছে। অবশ্য এতে ইইউ থেকে অনেক বেশি মানুষ যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে এখন পর্যন্ত মন্ত্রীরা এই ধারণাটি প্রত্যাখ্যান করেছেন।
এ ছাড়া ইইউ যুক্তরাজ্যকে ‘প্যান-ইউরো-মিডিটারানিয়ান কনভেনশন’-এ যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই কনভেনশন পুরোপুরি একটি কাস্টমস ইউনিয়ন নয়, তবে এটি সেই সব উপাদানের ওপর কাস্টমস শুল্ক সরিয়ে দেয় যা অন্য সদস্য দেশগুলো থেকে আসা পণ্যে ব্যবহার করা হয়। এই কনভেনশন গাড়ি শিল্পের মতো শিল্পগুলোর জন্য সহায়ক হতে পারে।
ইইউর সঙ্গে সরকারের পক্ষে আলোচনা করছেন মাইকেল এলাম। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সময় ডাউনিং স্ট্রিটে কাজ করতেন তিনি। এলাম মন্ত্রিপরিষদ অফিসের ইইউ সম্পর্ক বিষয়ক সচিবালয়ের দায়িত্বে আছেন, যা স্টারমার সরকার গঠনের পর শুরু হয়।
তবে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে এই আলোচনা নিয়ে স্টারমার উভয় দিক থেকেই রাজনৈতিক চাপে রয়েছেন। এ উদ্যোগগুলো প্রসঙ্গে কনজারভেটিভ নেতা কেমি বাডেনচ বলেন, ‘লেবার সরকার অতীতের বিভাজনগুলো পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের ইউরোপীয় ইউনিয়নের দিকে ঠেলে দিচ্ছে।’
লিবারেল ডেমোক্র্যাটদের নেতা স্যার এড ডেভি বলেন, সরকারকে কাস্টমস ইউনিয়নে আবার যোগ দেওয়ার জন্য আলোচনা করা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে