Ajker Patrika

তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ব্রিটিশ পরিবারগুলোকে ৫ পাউন্ডের একটি পুরোনো যন্ত্র কেনার পরামর্শ

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ জুলাই ২০২৫, ২২: ১৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সরকার দেশটির নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ, মহামারি, ইন্টারনেট বিভ্রাট বা চরম আবহাওয়ার মতো বড় ধরনের জাতীয় বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সতর্কতা দেওয়া হয়েছে। সরকারের নতুন নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, ‘আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি দেওয়া শক্তির সঙ্গে আমাদের সরাসরি মোকাবিলা করতে হতে পারে।’

ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন কৌশলের অংশ হিসেবে ব্রিটিশ সরকার পরামর্শ দিয়েছে, পরিবারগুলো যেন একটি নির্দিষ্ট যন্ত্র কিনে রাখে, যার দাম মাত্র ৫ পাউন্ড। যন্ত্রটি হলো ব্যাটারিচালিত অথবা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন একটি রেডিও। বিদ্যুৎ বিভ্রাটের সময় এই রেডিওগুলোর জরুরি বার্তা শুনে তথ্য জানার একমাত্র উপায় হতে পারে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাওয়ার কাটের সময় আপডেট পাওয়ার জন্য ব্যাটারিচালিত বা হ্যান্ডআপ রেডিও গুরুত্বপূর্ণ হতে পারে। গাড়ির রেডিও ব্যবহার করাও সম্ভব। তবে চরম প্রতিকূলতার সময় ঘরের ভেতর থাকাই নিরাপদ।’

যুক্তরাজ্যের ‘প্রিপেয়ার’ ওয়েবসাইটে আরও কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত টর্চ, মোবাইল চার্জার হিসেবে ব্যবহারের জন্য পোর্টেবল পাওয়ার ব্যাংক, অতিরিক্ত ব্যাটারি, বোতলজাত পানি, টিনজাত খাদ্য এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে।

সরকার বলেছে, ‘যদি কয়েক দিনের জন্য বিদ্যুৎ বা পানির সরবরাহ বন্ধ থাকে, কিংবা আপনাকে বাসায় থাকতে বা বাসা ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়, সে সময় আপনার পরিবারের কোন কোন জিনিসপত্র দরকার হতে পারে, তা আগেই ভাবা উচিত।’

বিশেষ পরিস্থিতিতে দ্রুত বাসা ছাড়ার প্রয়োজন হলে প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিতে সহজে বহনযোগ্য একটি ব্যাগ প্রস্তুত করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

সরকারের এসব প্রস্তুতির লক্ষ্য—জাতীয় প্রতিকূলতার সময় মানুষ যাতে বিভ্রান্ত না হয়, বরং নিরাপদ ও সচেতন থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত