যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে ৬৫০ আসনের পার্লামেন্টের পাঁচ শতাধিক আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক লেবার নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ।
বিবিসির প্রতিবেদনে সর্বশেষ ঘোষিত ফলাফল অনুসারে, লেবার পার্টি এরই মধ্যে ৩৯২টি আসন পেয়েছে। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১০২টি আসন। ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে হারল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঋষি সুনাকের দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনি নিজে এই নির্বাচনে জয়লাভ করেছেন। নিজের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। এ সময় তিনি বলেন, এটি তাঁর দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।
সমর্থন দেওয়ার জন্য সুনাক তাঁর ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ। এ সময় লেবার পার্টি জিতেছে বলেও জানান ঋষি সুনাক। দলটির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন।
বিবিসি জানিয়েছে, লেবার পার্টি জিতলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কিয়ের স্টারমার। ফল আসার পরপরই বিরোধী শিবির লেবারের সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাসও প্রকাশ করেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে ৬৫০ আসনের পার্লামেন্টের পাঁচ শতাধিক আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক লেবার নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ।
বিবিসির প্রতিবেদনে সর্বশেষ ঘোষিত ফলাফল অনুসারে, লেবার পার্টি এরই মধ্যে ৩৯২টি আসন পেয়েছে। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১০২টি আসন। ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে হারল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঋষি সুনাকের দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনি নিজে এই নির্বাচনে জয়লাভ করেছেন। নিজের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। এ সময় তিনি বলেন, এটি তাঁর দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।
সমর্থন দেওয়ার জন্য সুনাক তাঁর ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ। এ সময় লেবার পার্টি জিতেছে বলেও জানান ঋষি সুনাক। দলটির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন।
বিবিসি জানিয়েছে, লেবার পার্টি জিতলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কিয়ের স্টারমার। ফল আসার পরপরই বিরোধী শিবির লেবারের সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাসও প্রকাশ করেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে