Ajker Patrika

কিয়েভে কারফিউ, অমান্যকারী বিবেচিত হবেন শত্রুপক্ষ বলে

কিয়েভে কারফিউ, অমান্যকারী বিবেচিত হবেন শত্রুপক্ষ বলে

কারফিউ জারি করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবার স্থানীয় সময় দুপুরে শহরের মেয়র বাটালি ক্লিৎসকো শহরটিতে কারফিউ জারির ঘোষণা দেন। কারফিউ অমান্যকারীদের শত্রুপক্ষের সদস্য বলে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে মেয়র কার্যালয় থেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পৃথক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আরোপিত এই কারফিউ চলবে প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। আগে জারি করা কারফিউয়ের সময়সীমা ছিল, স্থানীয় সময় রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত। 

এক টুইট বার্তায় কারফিউয়ের বিষয়ে সবাইকে কারফিউয়ের সময় বাইরে বের হতে নিষেধ করে ভিটালি ক্লিৎসকো লিখেছেন, ‘যে সব সাধারণ নাগরিক কারফিউয়ের সময় বাইরে থাকবেন তাঁদের শত্রুপক্ষের আত্মাঘাতী হামলাকারী ও পুনরুদ্ধারকারী বলে বিবেচনা করা হবে।’ 

এ দিকে ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে রুশ সেনাবাহিনীকে। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতভর প্রবল যুদ্ধের পর শনিবার দেশটির রাজধানী কিয়েভের প্রধান প্রধান সড়কগুলো দিয়ে রুশ বাহিনী শহরের প্রবেশের চেষ্টা চালালে তাঁদের প্রতিরোধ করা হয়। রুশ গোলন্দাজ ও পদাতিক বাহিনী কিয়েভে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলায় কিয়েভের বেশ কিছু আবাসিক বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিবিসি ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ হামলার পর দেশটিতে অন্তত ১৯৮ জন নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ হাজারেরও অধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং যুদ্ধ শুরু হওয়ার পর বিগত ৪৮ ঘণ্টায় ১ লাখেরও অধিক মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত