আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে স্বামীকে ‘উৎসাহিত করায়’ এক রুশ নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিয়েভের শেভচেনকিভস্কি জেলা আদালত এই রায় দেন। রাশিয়ান সংবাদপত্র প্রাভদার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ) বিভাগ একজন রুশ সেনার ফোনালাপ প্রকাশ করে। ওই কথোপকথনে ওলগা বাইকোভস্কায়া নামের নারী তাঁর স্বামী রাশিয়ান সেনা রোমান বাইকোভস্কিকে বলছিলেন, ‘তুমি ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে পারো, কিন্তু সুরক্ষা ব্যবহার কোরো।’
রেডিও লিবার্টির ইউক্রেনীয় ও রুশ সার্ভিসের সাংবাদিকেরা নিশ্চিত করেন, এই দম্পতি রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিয়োদোসিয়ায় বসবাস করেন। যুদ্ধের আইন লঙ্ঘনের অভিযোগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ওলগাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে ওলগা বাইকোভস্কায়ার (পিনিয়াসোভা) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ইউক্রেনের আদালত গত ডিসেম্বরে এই মামলার শুনানি শেষে বুধবার (স্থানীয় সময়) রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ওলগা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।
গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে বেসামরিক নাগরিক হত্যা, নারী ধর্ষণ ও গণকবরের ঘটনা সবচেয়ে আলোচিত।
ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে স্বামীকে ‘উৎসাহিত করায়’ এক রুশ নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিয়েভের শেভচেনকিভস্কি জেলা আদালত এই রায় দেন। রাশিয়ান সংবাদপত্র প্রাভদার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ) বিভাগ একজন রুশ সেনার ফোনালাপ প্রকাশ করে। ওই কথোপকথনে ওলগা বাইকোভস্কায়া নামের নারী তাঁর স্বামী রাশিয়ান সেনা রোমান বাইকোভস্কিকে বলছিলেন, ‘তুমি ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে পারো, কিন্তু সুরক্ষা ব্যবহার কোরো।’
রেডিও লিবার্টির ইউক্রেনীয় ও রুশ সার্ভিসের সাংবাদিকেরা নিশ্চিত করেন, এই দম্পতি রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিয়োদোসিয়ায় বসবাস করেন। যুদ্ধের আইন লঙ্ঘনের অভিযোগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ওলগাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে ওলগা বাইকোভস্কায়ার (পিনিয়াসোভা) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ইউক্রেনের আদালত গত ডিসেম্বরে এই মামলার শুনানি শেষে বুধবার (স্থানীয় সময়) রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ওলগা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।
গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে বেসামরিক নাগরিক হত্যা, নারী ধর্ষণ ও গণকবরের ঘটনা সবচেয়ে আলোচিত।
প্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
২ মিনিট আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
২ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
৩ ঘণ্টা আগে