Ajker Patrika

রুশ আগ্রাসনে খারকিভে ৫ শতাধিক নাগরিক নিহত: স্থানীয় গভর্নর

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২: ৫৯
রুশ আগ্রাসনে খারকিভে ৫ শতাধিক নাগরিক নিহত: স্থানীয় গভর্নর

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খারকিভের গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খারকিভের গভর্নর বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ আগ্রাসন শুরুর পর থেকে খারকিভে এ পর্যন্ত ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বৃহস্পতিবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ২৪ জন শিশু। 

ওলেগ সিনেগুবভ বলেন, ‘নিহতরা সবাই নিরীহ বেসামরিক নাগরিক, আমরা তাদের (রাশিয়া) কখনো ক্ষমা করব না।’ 

বিবিসি বলছে, ওলেগ সিনেগুবভের করা দাবি স্বাধীনভাবে এখনো যাচাই করতে পারেনি তারা। 

উল্লেখ্য, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। রুশ বাহিনীর অভিযান শুরু করার আগে শহরটিতে অন্তত ১৫ লাখ মানুষ বসবাস করত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত