Ajker Patrika

‘মে মাসের প্রথম দিকে যুদ্ধ শেষ হতে পারে’

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ০৯
‘মে মাসের প্রথম দিকে যুদ্ধ শেষ হতে পারে’

আগামী মে মাসের প্রথম দিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ। গতকাল সোমবার তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ওলেকসি আরেস্তোভিচ বলছেন, যুদ্ধ কত দিন চলবে তা নির্ভর করবে রাশিয়ার রসদের ওপর। খুব সম্ভবত মে সামের প্রথম দিকে তাদের রসদ ফুরিয়ে আসবে। 

ওলেকসি আরেস্তোভিচ বলেন, ‘আমাদের একটি শান্তি চুক্তি করা উচিত। সেটা যত আগে করা যায় ততই ভালো। সম্ভবত খুব দ্রুতই শান্তি চুক্তি হবে, এক বা দুই সপ্তাহের মধ্যে। সৈন্য প্রত্যাহারসহ সবকিছুই খুব দ্রুত হবে। প্রত্যেকেই যুদ্ধ থেকে সরে আসার উদ্যোগ নেবে।’ 

শান্তি চুক্তি হলেও ছোট ছোট কৌশলগত সংঘর্ষ বছরখানেক ধরে চলবে বলে মনে করেন ওলেকসি আরেস্তোভিচ। তিনি বলেন, ‘ইউক্রেন তার অঞ্চল থেকে রুশ সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার চাইলেও রুশদের সঙ্গে ছোট ছোট সংঘর্ষ সম্ভবত চলবে।’ 

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ ২০তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও যুদ্ধবিরতি প্রসঙ্গে দুই দেশ একাধিকবার বৈঠকে বসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত