Ajker Patrika

রুশ তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বাইডেনকে জেলেনস্কির ধন্যবাদ

রুশ তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বাইডেনকে জেলেনস্কির ধন্যবাদ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি নিষিদ্ধ ঘোষণা করায় মঙ্গলবার এক টুইটে তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি তাঁর টুইটে লিখেছেন, ‘মার্কিন বাজার থেকে তেল, গ্যাস এবং কয়লা নিষিদ্ধ করে পুতিনের যুদ্ধ আকাঙ্ক্ষার একেবারে হৃৎপিণ্ডে আঘাত করায় মার্কিন যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টের ব্যক্তিগত নেতৃত্বকে ধন্যবাদ।’ 

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ ঘোষণা করেন জো বাইডেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমরা রাশিয়া থেকে তেল-গ্যাস ও জ্বালানির সব ধরনের আমদানি নিষিদ্ধ করছি।’ তার মানে মার্কিন বন্দরে রাশিয়ান তেল আর গ্রহণযোগ্য হবে না। মার্কিন জনগণ পুতিনকে আরেকটি শক্তিশালী ধাক্কা দেবে।

ইউক্রেনে হামলা চালানোর আগেই গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। মার্কিন আইনপ্রণেতারাও চাপ দিচ্ছেন বাইডেন প্রশাসনকে যাতে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করা হয়। 

বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ রাশিয়া। ইউক্রেনে হামলায় বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে দেশটি। এবার সেই নিষেধাজ্ঞায় জ্বালানি রপ্তানি খাতও যুক্ত হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত