Ajker Patrika

রাশিয়ার ৪৫০ সেনা নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৯
রাশিয়ার ৪৫০ সেনা নিহত

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার অন্তত ৪৫০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষাসচিব রেডিও-৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন।

বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্যের গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী রাশিয়ার অভিযান প্রথম দিনেই ব্যর্থ হয়েছে। তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে কারণ তারা ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে পড়েছে। পুতিন ভেবেছিলেন ইউক্রেনীয়রা তাঁকে মুক্তিদাতা মনে করবে, কিন্তু তাঁর সে অহংকারী ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। 

ইউক্রেনীয়দের প্রশংসা করে বেন ওয়ালেস বলেন, রুশ ট্যাংক আর বিমানের সঙ্গে ইউক্রেনীয়রা যেভাবে লড়াই করছে, তাতে এটা স্পষ্ট যে রুশদের সব আয়োজন ব্যর্থ হয়েছে। এক দিনেই তারা ৪৫০ সেনা হারিয়েছে। তার পরও তারা কিয়েভের উত্তরের বিমানবন্দর দখলে নিতে পারেনি। 

দ্বিতীয় দিনের মতো যুদ্ধ চলছে ইউক্রেনে। ইতিমধ্যে রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেন সরকার স্থানীয়দের মোলোটভ ককটেল বানিয়ে সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে। 

রাশিয়ার আক্রমণের প্রথম দিন ইউক্রেনে নিহত হয়েছে ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত