রুশ সেনারা যুদ্ধের মাঠে সুবিধা করতে না পেরে ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো রুশ হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ অন্ধকারে ছিলেন। শুধু গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে—কর্মকর্তাদের এমন বক্তব্যের পর হামলা বেড়েছে। মূলত যুদ্ধে একের পর এক পরাজয়ের কারণে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার এক কর্মকর্তা জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী খেরসনে থাকা সেনাদের সরিয়ে নিচ্ছে মস্কো।
খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ ক্রেমলিন সমর্থিত একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আমাদের বেসামরিক লোকদের এবং রুশ সেনাদের সরিয়ে নেওয়া হবে।’ যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ২৯ অক্টোবর একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে। এরপরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়ে যায়।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো এটি রাশিয়ার ‘দুর্বলতার’ বহিঃপ্রকাশ। তারা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না। তাই তারা এই পন্থা বেছে নিয়েছে।
রুশ সেনারা যুদ্ধের মাঠে সুবিধা করতে না পেরে ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো রুশ হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ অন্ধকারে ছিলেন। শুধু গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে—কর্মকর্তাদের এমন বক্তব্যের পর হামলা বেড়েছে। মূলত যুদ্ধে একের পর এক পরাজয়ের কারণে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার এক কর্মকর্তা জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী খেরসনে থাকা সেনাদের সরিয়ে নিচ্ছে মস্কো।
খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ ক্রেমলিন সমর্থিত একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আমাদের বেসামরিক লোকদের এবং রুশ সেনাদের সরিয়ে নেওয়া হবে।’ যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ২৯ অক্টোবর একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে। এরপরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়ে যায়।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো এটি রাশিয়ার ‘দুর্বলতার’ বহিঃপ্রকাশ। তারা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না। তাই তারা এই পন্থা বেছে নিয়েছে।
গত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
২ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
২ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৩ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।
৫ ঘণ্টা আগে