লিথুনিয়ার ভিলনিয়াস ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে দশকের পর দশক লুকিয়ে থাকা ঐতিহাসিক সম্পদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদের মধ্যে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের রাজপরিবারগুলোর সঙ্গে সম্পর্কিত মূলবান নানা সম্পদ এবং রাজচিহ্ন।
ভিলনিয়াস টুরিজম প্রোমোশন এজেন্সি ‘গো ভিলনিয়াস’ জানিয়েছে, এই সম্পদগুলো শেষবার দেখা গিয়েছিল ১৯৩৯ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে।
বৃহস্পতিবার রাতে সিএনএন জানিয়েছে, এই গুপ্তধনের অন্যতম আকর্ষণ হলো পোল্যান্ডের রাজা ও লিথুনিয়ার গ্র্যান্ড ডিউক আলেকজান্ডার জাগেলনের (১৪৬১–১৫০৬) সঙ্গে সম্পর্কিত একটি রাজ মুকুট। এ ছাড়া উদ্ধার হয়েছে এলিজাবেথ অব অস্ট্রিয়ার (১৪৩৬–১৫০৫) একটি মুকুট, চেইন, পদক, আংটি এবং কফিন প্ল্যাক।
পোল্যান্ডের রাজা এবং লিথুনিয়ার গ্র্যান্ড ডিউক সিগিসমুন্ড দ্বিতীয় অগাস্টাসের স্ত্রী বারবারা রাডজিভিল মৃত্যুবরণ করেছিলেন ১৫৫১ সালে। তাঁর সঙ্গেও সম্পর্কিত একটি মুকুট, রাজদণ্ড, গোলক, তিনটি আংটি এবং কফিন প্ল্যাকও পাওয়া গেছে।
ভিলনিয়াস আর্চবিশপ গিন্তারাস গ্রুশাস এক বিবৃতিতে বলেছেন, ‘আবিষ্কৃত এই সম্পদগুলো লিথুনিয়া এবং পোল্যান্ডের রাজাদের কবরের চিহ্ন শুধু নয়; এগুলো আমাদের দীর্ঘ ঐতিহ্যের, ভিলনিয়াসকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার এবং স্বর্ণের অসাধারণ শিল্প নিদর্শন।’
তৎকালীন প্রথা অনুযায়ী, এই মুকুটগুলো মরদেহ সমাধিস্থ করার সময় কফিনে রাখা হতো। এগুলো মৃতদের পরিধানের জন্য তৈরি করা হয়নি, বরং কবরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছিল।
ভিলনিয়াস চার্চ হেরিটেজ মিউজিয়ামের পরিচালক রিটা পাউলিউকেভিচিয়ুতের মতে, ‘এই প্রতীকগুলো শুধু আমাদের রাষ্ট্রের ইতিহাসের নয়, বরং ইউরোপীয় পরিচয়ের প্রতিনিধিত্ব করে। এগুলো আমাদের পুরোনো রাষ্ট্রের গৌরব এবং শক্তিশালী শিকড়ের চিহ্ন।’
জানা গেছে, ১৯৩১ সালে একটি বন্যার পর ক্যাথেড্রাল পরিষ্কারের সময় প্রথমবার এই সম্পদগুলো খুঁজে পাওয়া যায়। পরে এগুলোর প্রদর্শনের ব্যবস্থা করা হয়। কিন্তু ১৯৩৯ সালে যুদ্ধ শুরু হলে এগুলো লুকিয়ে ফেলা হয়। বহুবার অনুসন্ধান চালানোর পরও এগুলোর হদিস পাওয়া যায়নি। অবশেষে গবেষকেরা ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে নজর দেন।
গত ডিসেম্বরে একটি এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে এই গুপ্তধনের হদিস মেলে। সম্পদগুলো তখন ১৯৩৯ সালের সেপ্টেম্বরের সংবাদপত্রে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এবার এগুলোকে পরীক্ষার পর সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হবে। এরপর এগুলো জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে।
এই আবিষ্কার শুধু একটি ঐতিহাসিক ঘটনার নয়, বরং লিথুনিয়ার প্রাচীন গৌরব এবং সংস্কৃতির শক্তিশালী শিকড়ের প্রতীক। এটি প্রমাণ করে, ভিলনিয়াস ক্যাথেড্রাল শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি লিথুনিয়ার অভিজাতদের চিরনিদ্রার স্থান।
লিথুনিয়ার ভিলনিয়াস ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে দশকের পর দশক লুকিয়ে থাকা ঐতিহাসিক সম্পদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদের মধ্যে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের রাজপরিবারগুলোর সঙ্গে সম্পর্কিত মূলবান নানা সম্পদ এবং রাজচিহ্ন।
ভিলনিয়াস টুরিজম প্রোমোশন এজেন্সি ‘গো ভিলনিয়াস’ জানিয়েছে, এই সম্পদগুলো শেষবার দেখা গিয়েছিল ১৯৩৯ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে।
বৃহস্পতিবার রাতে সিএনএন জানিয়েছে, এই গুপ্তধনের অন্যতম আকর্ষণ হলো পোল্যান্ডের রাজা ও লিথুনিয়ার গ্র্যান্ড ডিউক আলেকজান্ডার জাগেলনের (১৪৬১–১৫০৬) সঙ্গে সম্পর্কিত একটি রাজ মুকুট। এ ছাড়া উদ্ধার হয়েছে এলিজাবেথ অব অস্ট্রিয়ার (১৪৩৬–১৫০৫) একটি মুকুট, চেইন, পদক, আংটি এবং কফিন প্ল্যাক।
পোল্যান্ডের রাজা এবং লিথুনিয়ার গ্র্যান্ড ডিউক সিগিসমুন্ড দ্বিতীয় অগাস্টাসের স্ত্রী বারবারা রাডজিভিল মৃত্যুবরণ করেছিলেন ১৫৫১ সালে। তাঁর সঙ্গেও সম্পর্কিত একটি মুকুট, রাজদণ্ড, গোলক, তিনটি আংটি এবং কফিন প্ল্যাকও পাওয়া গেছে।
ভিলনিয়াস আর্চবিশপ গিন্তারাস গ্রুশাস এক বিবৃতিতে বলেছেন, ‘আবিষ্কৃত এই সম্পদগুলো লিথুনিয়া এবং পোল্যান্ডের রাজাদের কবরের চিহ্ন শুধু নয়; এগুলো আমাদের দীর্ঘ ঐতিহ্যের, ভিলনিয়াসকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার এবং স্বর্ণের অসাধারণ শিল্প নিদর্শন।’
তৎকালীন প্রথা অনুযায়ী, এই মুকুটগুলো মরদেহ সমাধিস্থ করার সময় কফিনে রাখা হতো। এগুলো মৃতদের পরিধানের জন্য তৈরি করা হয়নি, বরং কবরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছিল।
ভিলনিয়াস চার্চ হেরিটেজ মিউজিয়ামের পরিচালক রিটা পাউলিউকেভিচিয়ুতের মতে, ‘এই প্রতীকগুলো শুধু আমাদের রাষ্ট্রের ইতিহাসের নয়, বরং ইউরোপীয় পরিচয়ের প্রতিনিধিত্ব করে। এগুলো আমাদের পুরোনো রাষ্ট্রের গৌরব এবং শক্তিশালী শিকড়ের চিহ্ন।’
জানা গেছে, ১৯৩১ সালে একটি বন্যার পর ক্যাথেড্রাল পরিষ্কারের সময় প্রথমবার এই সম্পদগুলো খুঁজে পাওয়া যায়। পরে এগুলোর প্রদর্শনের ব্যবস্থা করা হয়। কিন্তু ১৯৩৯ সালে যুদ্ধ শুরু হলে এগুলো লুকিয়ে ফেলা হয়। বহুবার অনুসন্ধান চালানোর পরও এগুলোর হদিস পাওয়া যায়নি। অবশেষে গবেষকেরা ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে নজর দেন।
গত ডিসেম্বরে একটি এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে এই গুপ্তধনের হদিস মেলে। সম্পদগুলো তখন ১৯৩৯ সালের সেপ্টেম্বরের সংবাদপত্রে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এবার এগুলোকে পরীক্ষার পর সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হবে। এরপর এগুলো জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে।
এই আবিষ্কার শুধু একটি ঐতিহাসিক ঘটনার নয়, বরং লিথুনিয়ার প্রাচীন গৌরব এবং সংস্কৃতির শক্তিশালী শিকড়ের প্রতীক। এটি প্রমাণ করে, ভিলনিয়াস ক্যাথেড্রাল শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি লিথুনিয়ার অভিজাতদের চিরনিদ্রার স্থান।
এবার বেসামরিক খাতে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি পাওয়ার পথে হাঁটছে তুরস্ক। আর দেশটির এই যাত্রায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সফরেই এই চুক্তি স্বাক্ষরিত হয়ে
১ ঘণ্টা আগেফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি আর এগোবে না। এমনটাই জানিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ কূটনীতিক। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল–সৌদ স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোভা
১ ঘণ্টা আগেআবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ডজনেরও বেশি হুতি সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে তারা। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
২ ঘণ্টা আগে