রণক্ষেত্রে পরিণত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত। সোমবারও অঞ্চলটিতে রক্তক্ষয়ী লড়াইয়ের খবর পাওয়া গেছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হতাহতের কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত কয়েক মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরোধ করে যাচ্ছে ইউক্রেনও। এখন পর্যন্ত শহরটির পশ্চিমাঞ্চল ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে। আর পূর্বাঞ্চল দখলের দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার। পূর্ব ও পশ্চিমকে আলাদা করা নদী বাখমুতকা এখন রণাঙ্গনে পরিণত হয়েছে।
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ‘বাখমুতের পরিস্থিতি কঠিন। শত্রুদের সঙ্গে তীব্র লড়াই চলছে। আমরা যত শহরের কেন্দ্রের দিকে এগোচ্ছি লড়াই তত তীব্র হচ্ছে।’
মস্কো মনে করছে, বাখমুত দখলের মধ্য দিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষায় দুর্বলতা তৈরি হবে। এর মাধ্যমে পুরো দনবাস অঞ্চল দখলের দিকে এগিয়ে যেতে পারবে রুশ সেনারা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত কয়েক দিনে রণক্ষেত্রে রূপ নেওয়া বাখমুত লড়াইয়ে রাশিয়ার ১ হাজার ১০০ জনের বেশি সেনা নিহত হয়েছে। রোববার রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘মাত্র এক সপ্তাহের কম সময়ে, ৬ মার্চ থেকে বাখমুতে আমরা শত্রুপক্ষের ১ হাজার ১০০ জনের বেশি সেনাকে হত্যা করেছি। বাখমুতে রাশিয়াকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’
অপরদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় দনেৎস্ক অঞ্চলে ২২০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া শিগগিরই বাখমুত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে ওয়াগনার।
গত কয়েক মাস ধরে চলমান সংঘাতে বাখমুতে হতাহত ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে রাশিয়া ও ইউক্রেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি রয়টার্স।
এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। বাখমুত ছাড়াও ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দুই পক্ষের সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
রণক্ষেত্রে পরিণত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত। সোমবারও অঞ্চলটিতে রক্তক্ষয়ী লড়াইয়ের খবর পাওয়া গেছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হতাহতের কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত কয়েক মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরোধ করে যাচ্ছে ইউক্রেনও। এখন পর্যন্ত শহরটির পশ্চিমাঞ্চল ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে। আর পূর্বাঞ্চল দখলের দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার। পূর্ব ও পশ্চিমকে আলাদা করা নদী বাখমুতকা এখন রণাঙ্গনে পরিণত হয়েছে।
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ‘বাখমুতের পরিস্থিতি কঠিন। শত্রুদের সঙ্গে তীব্র লড়াই চলছে। আমরা যত শহরের কেন্দ্রের দিকে এগোচ্ছি লড়াই তত তীব্র হচ্ছে।’
মস্কো মনে করছে, বাখমুত দখলের মধ্য দিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষায় দুর্বলতা তৈরি হবে। এর মাধ্যমে পুরো দনবাস অঞ্চল দখলের দিকে এগিয়ে যেতে পারবে রুশ সেনারা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত কয়েক দিনে রণক্ষেত্রে রূপ নেওয়া বাখমুত লড়াইয়ে রাশিয়ার ১ হাজার ১০০ জনের বেশি সেনা নিহত হয়েছে। রোববার রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘মাত্র এক সপ্তাহের কম সময়ে, ৬ মার্চ থেকে বাখমুতে আমরা শত্রুপক্ষের ১ হাজার ১০০ জনের বেশি সেনাকে হত্যা করেছি। বাখমুতে রাশিয়াকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’
অপরদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় দনেৎস্ক অঞ্চলে ২২০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া শিগগিরই বাখমুত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে ওয়াগনার।
গত কয়েক মাস ধরে চলমান সংঘাতে বাখমুতে হতাহত ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে রাশিয়া ও ইউক্রেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি রয়টার্স।
এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। বাখমুত ছাড়াও ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দুই পক্ষের সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
৩ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
৪ ঘণ্টা আগে