Ajker Patrika

জার্মানিতে ‘জ্বালানিসহায়তা’ সমবণ্টনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০: ৩৩
জার্মানিতে ‘জ্বালানিসহায়তা’ সমবণ্টনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ 

জার্মানিকতে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকারের তরফ থেকে ব্যবহারকারীদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই ক্ষতিপূরণ ন্যায্যভাবে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশটির প্রধান ছয়টি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার জার্মানির ছয়টি শহরে সরকারঘোষিত জ্বালানি ত্রাণের ন্যায্য বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির রাজধানী বার্লিন এবং দেশটির অন্যান্য শহর ডুসেলডর্ফ, হ্যানোভার, স্টুটগার্ট, ড্রেসডেন ও ফ্রাংকফুর্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে পারমাণবিক শক্তি বন্ধ করা এবং দরিদ্রদের জন্য জ্বালানি খাতে আরও ভর্তুকি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার। 

বিক্ষোভের আয়োজক গ্রিনপিস নামের একটি সংস্থা দাবি করেছে, বিক্ষোভে অন্তত ২৪ হাজার মানুষ উপস্থিত ছিল। তবে পুলিশের দাবি, রাজধানী বার্লিনে মাত্র ১ হাজার ৮০০ লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ আয়োজনকারী গোষ্ঠীগুলোর নেতা আন্দ্রেয়া কোসিস বলেছেন, ‘আমরা দেখাতে চাই যে, নাগরিকদের জন্য জরুরিভাবে সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার অনেক কিছু করছে, তবে তাদের সহায়তা বণ্টনের বিষয়ে ছোট বোতল দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ধনীদের চেয়ে নিম্ন আয়ের লোকদের বেশি সহায়তা প্রয়োজন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত