জার্মানিকতে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকারের তরফ থেকে ব্যবহারকারীদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই ক্ষতিপূরণ ন্যায্যভাবে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশটির প্রধান ছয়টি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার জার্মানির ছয়টি শহরে সরকারঘোষিত জ্বালানি ত্রাণের ন্যায্য বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির রাজধানী বার্লিন এবং দেশটির অন্যান্য শহর ডুসেলডর্ফ, হ্যানোভার, স্টুটগার্ট, ড্রেসডেন ও ফ্রাংকফুর্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে পারমাণবিক শক্তি বন্ধ করা এবং দরিদ্রদের জন্য জ্বালানি খাতে আরও ভর্তুকি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার।
বিক্ষোভের আয়োজক গ্রিনপিস নামের একটি সংস্থা দাবি করেছে, বিক্ষোভে অন্তত ২৪ হাজার মানুষ উপস্থিত ছিল। তবে পুলিশের দাবি, রাজধানী বার্লিনে মাত্র ১ হাজার ৮০০ লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ আয়োজনকারী গোষ্ঠীগুলোর নেতা আন্দ্রেয়া কোসিস বলেছেন, ‘আমরা দেখাতে চাই যে, নাগরিকদের জন্য জরুরিভাবে সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার অনেক কিছু করছে, তবে তাদের সহায়তা বণ্টনের বিষয়ে ছোট বোতল দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ধনীদের চেয়ে নিম্ন আয়ের লোকদের বেশি সহায়তা প্রয়োজন।’
জার্মানিকতে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকারের তরফ থেকে ব্যবহারকারীদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই ক্ষতিপূরণ ন্যায্যভাবে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশটির প্রধান ছয়টি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার জার্মানির ছয়টি শহরে সরকারঘোষিত জ্বালানি ত্রাণের ন্যায্য বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির রাজধানী বার্লিন এবং দেশটির অন্যান্য শহর ডুসেলডর্ফ, হ্যানোভার, স্টুটগার্ট, ড্রেসডেন ও ফ্রাংকফুর্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে পারমাণবিক শক্তি বন্ধ করা এবং দরিদ্রদের জন্য জ্বালানি খাতে আরও ভর্তুকি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার।
বিক্ষোভের আয়োজক গ্রিনপিস নামের একটি সংস্থা দাবি করেছে, বিক্ষোভে অন্তত ২৪ হাজার মানুষ উপস্থিত ছিল। তবে পুলিশের দাবি, রাজধানী বার্লিনে মাত্র ১ হাজার ৮০০ লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ আয়োজনকারী গোষ্ঠীগুলোর নেতা আন্দ্রেয়া কোসিস বলেছেন, ‘আমরা দেখাতে চাই যে, নাগরিকদের জন্য জরুরিভাবে সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার অনেক কিছু করছে, তবে তাদের সহায়তা বণ্টনের বিষয়ে ছোট বোতল দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ধনীদের চেয়ে নিম্ন আয়ের লোকদের বেশি সহায়তা প্রয়োজন।’
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে ও পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে আজ সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন পরিকল্পনায় গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছ
১ ঘণ্টা আগেযুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোকে ক্রেমলিনে পুতিনের ব্যক্তিগত বাসভবনে ঢুকতে দেওয়া হয়েছিল। সেখানে তাঁর সাধারণ মানের রান্নাঘর এবং অতিথিদের জন্য পরিবেশন করা কেফির ও জ্যামের দৃশ্য তুলে ধরা হয়।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নার্স দিবসকে (১২ মে) সামনে রেখে আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুরজিল হোল্ডিংস তাদের নিরলস পরিশ্রমী নার্সদের অভিনব এক উপায়ে সম্মান জানিয়েছে। ‘ড্রাইভিং ফোর্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের ১০ জন নার্সকে উপহার হিসেবে টয়োটা আরএভি-ফোর মডেলের ১০টি
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে।’ মুডিস এই বিষয়কে সূত্র ধরে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতি
২ ঘণ্টা আগে