Ajker Patrika

জার্মানিতে ‘জ্বালানিসহায়তা’ সমবণ্টনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০: ৩৩
জার্মানিতে ‘জ্বালানিসহায়তা’ সমবণ্টনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ 

জার্মানিকতে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকারের তরফ থেকে ব্যবহারকারীদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই ক্ষতিপূরণ ন্যায্যভাবে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশটির প্রধান ছয়টি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার জার্মানির ছয়টি শহরে সরকারঘোষিত জ্বালানি ত্রাণের ন্যায্য বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির রাজধানী বার্লিন এবং দেশটির অন্যান্য শহর ডুসেলডর্ফ, হ্যানোভার, স্টুটগার্ট, ড্রেসডেন ও ফ্রাংকফুর্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে পারমাণবিক শক্তি বন্ধ করা এবং দরিদ্রদের জন্য জ্বালানি খাতে আরও ভর্তুকি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার। 

বিক্ষোভের আয়োজক গ্রিনপিস নামের একটি সংস্থা দাবি করেছে, বিক্ষোভে অন্তত ২৪ হাজার মানুষ উপস্থিত ছিল। তবে পুলিশের দাবি, রাজধানী বার্লিনে মাত্র ১ হাজার ৮০০ লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ আয়োজনকারী গোষ্ঠীগুলোর নেতা আন্দ্রেয়া কোসিস বলেছেন, ‘আমরা দেখাতে চাই যে, নাগরিকদের জন্য জরুরিভাবে সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার অনেক কিছু করছে, তবে তাদের সহায়তা বণ্টনের বিষয়ে ছোট বোতল দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ধনীদের চেয়ে নিম্ন আয়ের লোকদের বেশি সহায়তা প্রয়োজন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত