একই দিনে মাত্র কয়েক মাইল দূরেই দুটি বিমান দুর্ঘটনা। ইতালির তুরিনগামী দুই আসনবিশিষ্ট ওই বিমান দুটির একটিতে ছিলেন স্টেফানো পিরিল্লি, অন্যটিতে তাঁর বাগ্দত্তা অ্যান্টোনিয়েত্তা ডিমাসি। বিমান ভূপাতিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে দুজনই বেঁচে গেছেন শেষ পর্যন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার প্রথমে দুর্ঘটনায় পড়ে ৩০ বছর বয়সী পিরিল্লিকে বহন করা বিমানটি। এর কিছুক্ষণের মধ্যে ২২ বছর বয়সী ডিমাসিকে বহন করা বিমানটিরও একই পরিণতি হয়। সৌভাগ্যক্রমে পিরিল্লি ও ডিমাসির সঙ্গে তাঁদের দুই পাইলটও বেঁচে গেছেন। এ ক্ষেত্রে পিরিল্লি ও তাঁর পাইলট অক্ষত থাকলেও ডিমাসি কোমরে এবং তাঁর পাইলট মাথায় কিছুটা আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর পিরিল্লি জানান, রোববার দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। ছিল মেঘমুক্ত নীল আকাশ। বিমানে ওড়ার মতো বেশ ভালো দিনই ছিল সেদিন। প্রথমবারের মতো বিমানে চড়েছিলেন ডিমাসি। দিনটা বেশ সুন্দরভাবে শুরু হলেও শেষ পর্যন্ত ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে সৌভাগ্য এই যে দুজনই বেঁচে গেছেন।
দুর্ঘটনার জন্য হঠাৎ করে আবহাওয়ার রূপ বদলে যাওয়াকেই দায়ী করেছেন পিরিল্লি। তিনি বলেন, ‘আমরা খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিলাম। সে সময় তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা পড়তে শুরু করেছিল। তারপর হঠাৎ অন্ধকার নেমে আসে।’
পিরিল্লি জানান, আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে তিনি কাছাকাছি বুসানোতে অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু কুয়াশা আর অন্ধকার এমনভাবে ধেয়ে আসে যে দুটি বিমানই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে। অগ্নিনির্বাপক কর্মীরা দুই পাইলটসহ দুজনকেই উদ্ধার করে।
দুর্ঘটনার পর অক্ষত পিরিল্লি হাসপাতালে ছুটে যান ডিমাসিকে দেখতে। একই দিনে দুজনের প্রাণে বেঁচে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না।’
একই দিনে মাত্র কয়েক মাইল দূরেই দুটি বিমান দুর্ঘটনা। ইতালির তুরিনগামী দুই আসনবিশিষ্ট ওই বিমান দুটির একটিতে ছিলেন স্টেফানো পিরিল্লি, অন্যটিতে তাঁর বাগ্দত্তা অ্যান্টোনিয়েত্তা ডিমাসি। বিমান ভূপাতিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে দুজনই বেঁচে গেছেন শেষ পর্যন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার প্রথমে দুর্ঘটনায় পড়ে ৩০ বছর বয়সী পিরিল্লিকে বহন করা বিমানটি। এর কিছুক্ষণের মধ্যে ২২ বছর বয়সী ডিমাসিকে বহন করা বিমানটিরও একই পরিণতি হয়। সৌভাগ্যক্রমে পিরিল্লি ও ডিমাসির সঙ্গে তাঁদের দুই পাইলটও বেঁচে গেছেন। এ ক্ষেত্রে পিরিল্লি ও তাঁর পাইলট অক্ষত থাকলেও ডিমাসি কোমরে এবং তাঁর পাইলট মাথায় কিছুটা আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর পিরিল্লি জানান, রোববার দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। ছিল মেঘমুক্ত নীল আকাশ। বিমানে ওড়ার মতো বেশ ভালো দিনই ছিল সেদিন। প্রথমবারের মতো বিমানে চড়েছিলেন ডিমাসি। দিনটা বেশ সুন্দরভাবে শুরু হলেও শেষ পর্যন্ত ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে সৌভাগ্য এই যে দুজনই বেঁচে গেছেন।
দুর্ঘটনার জন্য হঠাৎ করে আবহাওয়ার রূপ বদলে যাওয়াকেই দায়ী করেছেন পিরিল্লি। তিনি বলেন, ‘আমরা খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিলাম। সে সময় তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা পড়তে শুরু করেছিল। তারপর হঠাৎ অন্ধকার নেমে আসে।’
পিরিল্লি জানান, আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে তিনি কাছাকাছি বুসানোতে অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু কুয়াশা আর অন্ধকার এমনভাবে ধেয়ে আসে যে দুটি বিমানই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে। অগ্নিনির্বাপক কর্মীরা দুই পাইলটসহ দুজনকেই উদ্ধার করে।
দুর্ঘটনার পর অক্ষত পিরিল্লি হাসপাতালে ছুটে যান ডিমাসিকে দেখতে। একই দিনে দুজনের প্রাণে বেঁচে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে