Ajker Patrika

বুচা থেকে চার শতাধিক মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২: ১৯
বুচা থেকে চার শতাধিক মরদেহ উদ্ধার

ইউক্রেনের বুচা শহর থেকে এখন পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অবস্থিত শহরটির মেয়রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বুচা শহরের মেয়র আনাতোলি ফেডোরুক বলেন, কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ৪০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে। রাশিয়ার দখলদারিতে থাকার সময় এসব মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

বুচা শহরে মৃত মানুষের সংখ্যা সম্পর্কে মেয়র ফেডোরুকের দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে রয়টার্স বুচায় নিহত পাঁচজনের মরদেহ দেখেছে, যাদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু তাদের মৃত্যুর জন্য কে দায়ী তা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারেনি বার্তা সংস্থাটি। 

মস্কো অবশ্য ইউক্রেনে হামলার পর থেকে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানানোর কথা বারবার অস্বীকার করে এসেছে। বুচায় বেসামরিক লোকদের হত্যার অভিযোগকে ‘ভয়াবহ জালিয়াতি’ বলে অভিহিত করেছে মস্কো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত