অভিবাসন নিয়ে একমত হতে না পারার কারণেই নেদারল্যান্ডসের যৌথ সরকারের পতন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রুটের সভাপতিত্বে সরকারে থাকা চারটি দল সংকট থেকে উত্তরণের জন্য আলোচনায় বসেছিল। দেড় বছর আগে এই সরকার গঠন হলেও দলগুলোর মধ্যে বেশ কিছুদিন ধরে অভিবাসন নিয়ে মতবিরোধ চলছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসে গত বছর অভিবাসন আবেদন এক-তৃতীয়াংশ বেড়ে ৪৭ হাজার ছাড়িয়ে যায়। চলতি বছরের শুরুর দিকে দেশটির সরকারি পরিসংখ্যান বলছিল-২০২৩ সালে এই আবেদনের সংখ্যা ৭০ হাজার হবে।
প্রধানমন্ত্রী রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি আশ্রয় প্রার্থীদের বসবাসে অনুমতি সীমিত পর্যায়ে রাখতে চেয়েছিল। তবে তাদের পরিকল্পনার বিরোধিতা করে যৌথ সরকারে থাকা দুটি দল। এই অমিলের কারণেই শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারের পতন নিশ্চিত করেন রুট। তিনি ও তার মন্ত্রিসভা লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
এ অবস্থায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে রাজধানী হেগে দেখা করেন প্রধানমন্ত্রী রুট।
প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ভালো আলোচনা হয়েছে। তবে আমি কিছু বলছি না, কারণ এই আলোচনাটি গোপনীয়।’
দেশটির গণমাধ্যম বলছে, নভেম্বরের মাঝামাঝি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন নির্বাচনের আগে মন্ত্রীরা তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসাবে তাদের কাজ চালিয়ে যাবেন।
জানা গেছে, সমস্যাগ্রস্ত হয়ে বিভিন্ন দেশ থেকেই অসংখ্য মানুষ নেদারল্যান্ডসে গিয়ে ভিড় করছেন। এর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেরও বিপুলসংখ্যক শরণার্থী রয়েছেন। উত্তর আফ্রিকা থেকেও প্রচুর শরণার্থী দেশটিতে পা রেখেছেন। এসব শরণার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই মতবিরোধ চরম আকার ধারণ করে।
অভিবাসন নিয়ে একমত হতে না পারার কারণেই নেদারল্যান্ডসের যৌথ সরকারের পতন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রুটের সভাপতিত্বে সরকারে থাকা চারটি দল সংকট থেকে উত্তরণের জন্য আলোচনায় বসেছিল। দেড় বছর আগে এই সরকার গঠন হলেও দলগুলোর মধ্যে বেশ কিছুদিন ধরে অভিবাসন নিয়ে মতবিরোধ চলছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসে গত বছর অভিবাসন আবেদন এক-তৃতীয়াংশ বেড়ে ৪৭ হাজার ছাড়িয়ে যায়। চলতি বছরের শুরুর দিকে দেশটির সরকারি পরিসংখ্যান বলছিল-২০২৩ সালে এই আবেদনের সংখ্যা ৭০ হাজার হবে।
প্রধানমন্ত্রী রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি আশ্রয় প্রার্থীদের বসবাসে অনুমতি সীমিত পর্যায়ে রাখতে চেয়েছিল। তবে তাদের পরিকল্পনার বিরোধিতা করে যৌথ সরকারে থাকা দুটি দল। এই অমিলের কারণেই শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারের পতন নিশ্চিত করেন রুট। তিনি ও তার মন্ত্রিসভা লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
এ অবস্থায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে রাজধানী হেগে দেখা করেন প্রধানমন্ত্রী রুট।
প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ভালো আলোচনা হয়েছে। তবে আমি কিছু বলছি না, কারণ এই আলোচনাটি গোপনীয়।’
দেশটির গণমাধ্যম বলছে, নভেম্বরের মাঝামাঝি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন নির্বাচনের আগে মন্ত্রীরা তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসাবে তাদের কাজ চালিয়ে যাবেন।
জানা গেছে, সমস্যাগ্রস্ত হয়ে বিভিন্ন দেশ থেকেই অসংখ্য মানুষ নেদারল্যান্ডসে গিয়ে ভিড় করছেন। এর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেরও বিপুলসংখ্যক শরণার্থী রয়েছেন। উত্তর আফ্রিকা থেকেও প্রচুর শরণার্থী দেশটিতে পা রেখেছেন। এসব শরণার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই মতবিরোধ চরম আকার ধারণ করে।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৭ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২৫ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে