Ajker Patrika

কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে রুশ বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গুরুত্বপূর্ণ স্থাপনাতেও রুশ বাহিনী হামলা করেছে বলে খারকিভের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিবিসি জানিয়েছে, আজ সোমবার মধ্য ভিন্নিৎসিয়া অঞ্চলের পাশাপাশি দক্ষিণ-পূর্বে দিনিপ্রোপেতোভৎস্ক ও জাপোরিঝিয়া এবং পশ্চিম ইউক্রেনের লভিভেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কিয়েভে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া উত্তর, পূর্ব ও মধ্য ইউক্রেনের শহরগুলোতেও রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিয়েভে অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনার পর শহরের আকাশজুড়ে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে। 

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোও। এ দিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, মেয়র তাঁর টেলিগ্রাম অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছেন, হামলার কারণে কিয়েভের কিছু অংশে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, এখানে অন্তত দুটি শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

ক্রিমিয়ার কৃষ্ণ সাগরে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করার দুই দিন পর রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল। এর আগে কৃষ্ণ সাগরে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। 

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় টেলিভিশনকে বলেছেন, রাশিয়া এই হামলা চালানোর জন্য তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক বলেছেন, পরাজিত রুশ বাহিনী শান্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। 

গত শনিবার একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে মস্কো তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত