ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজার পক্ষে সোচ্চার যুক্তরাজ্যের বামপন্থী রাজনীতিক জর্জ গ্যালোওয়ে উপনির্বাচনে জিতে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে উত্তরাঞ্চলের রোশডেল শহরের আসন থেকে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, উপনির্বাচনে ভোট পড়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে গ্যালোওয়ে ১২ হাজার ৩৩৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র দলের ডেভিড টালি পেয়েছেন ৬ হাজার ৬৩৮টি ভোট।
লেবার পার্টির নেতা আজহার আলী ভোটের দিক থেকে তিনি চতুর্থ অবস্থানে আছেন। ইসরায়েল নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের অভিযোগ ওঠায় দলের সমর্থন হারান তিনি।
লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ করেন ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্বকারী গ্যালোওয়ে। ভোটারদের বড় অংশ মুসলিম এমন নির্বাচনী এলাকায় ফিলিস্তিনপন্থী প্রচারণা চালিয়েছেন তিনি।
গত শুক্রবার জয়ী হওয়ার পর গ্যালোওয়ে আল জাজিরাকে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ব্রিটেনের ওই লাখ লাখ মানুষের হয়ে কথা বলছি, যাদের হৃদয় গাজা হত্যাকাণ্ড দেখে ভেঙে গেছে, কলিজা মুচড়ে গেছে এবং ব্রিটিশ মিডিয়ায় তাদের এতই কম প্রতিনিধিত্ব করা হয় যে তারা অদৃশ্য প্রায়।’
তিনি বলেন, ‘আজ সন্ধ্যায়ও ব্রিটেনের রাজনৈতিক দল কনজারভেটিভ ও লেবার আমার জয় নিয়ে আতঙ্কে আছে। কারণ তারা জানে যে তারা ভুল করেছে।’
গত শুক্রবার ইসরায়েল যুদ্ধের সমর্থক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, সংসদীয় আসনে গালোওয়ের নির্বাচন ‘উদ্বেগজনক’। এমনকি সুনাক তাঁর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলা খারিজ করে দেওয়ার অভিযোগও তোলেন।
আল জাজিরাকে গ্যালোওয়ে বলেন, ‘রাজনীতি ও গণমাধ্যমের বিষাক্ত বলয়ের মানুষ গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করে।’
তিনি বলেন, ‘কিন্তু যখন আপনি সেই বলয় থেকে বের হয়ে আসবেন, তখন আপনি দেখতে পাবেন বেশির ভাগ মানুষের সহানুভূতি ক্ষতিগ্রস্তদের পক্ষে থাকে, অপরাধীদের পক্ষে নয়।’
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজার পক্ষে সোচ্চার যুক্তরাজ্যের বামপন্থী রাজনীতিক জর্জ গ্যালোওয়ে উপনির্বাচনে জিতে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে উত্তরাঞ্চলের রোশডেল শহরের আসন থেকে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, উপনির্বাচনে ভোট পড়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে গ্যালোওয়ে ১২ হাজার ৩৩৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র দলের ডেভিড টালি পেয়েছেন ৬ হাজার ৬৩৮টি ভোট।
লেবার পার্টির নেতা আজহার আলী ভোটের দিক থেকে তিনি চতুর্থ অবস্থানে আছেন। ইসরায়েল নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের অভিযোগ ওঠায় দলের সমর্থন হারান তিনি।
লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ করেন ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্বকারী গ্যালোওয়ে। ভোটারদের বড় অংশ মুসলিম এমন নির্বাচনী এলাকায় ফিলিস্তিনপন্থী প্রচারণা চালিয়েছেন তিনি।
গত শুক্রবার জয়ী হওয়ার পর গ্যালোওয়ে আল জাজিরাকে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ব্রিটেনের ওই লাখ লাখ মানুষের হয়ে কথা বলছি, যাদের হৃদয় গাজা হত্যাকাণ্ড দেখে ভেঙে গেছে, কলিজা মুচড়ে গেছে এবং ব্রিটিশ মিডিয়ায় তাদের এতই কম প্রতিনিধিত্ব করা হয় যে তারা অদৃশ্য প্রায়।’
তিনি বলেন, ‘আজ সন্ধ্যায়ও ব্রিটেনের রাজনৈতিক দল কনজারভেটিভ ও লেবার আমার জয় নিয়ে আতঙ্কে আছে। কারণ তারা জানে যে তারা ভুল করেছে।’
গত শুক্রবার ইসরায়েল যুদ্ধের সমর্থক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, সংসদীয় আসনে গালোওয়ের নির্বাচন ‘উদ্বেগজনক’। এমনকি সুনাক তাঁর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলা খারিজ করে দেওয়ার অভিযোগও তোলেন।
আল জাজিরাকে গ্যালোওয়ে বলেন, ‘রাজনীতি ও গণমাধ্যমের বিষাক্ত বলয়ের মানুষ গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করে।’
তিনি বলেন, ‘কিন্তু যখন আপনি সেই বলয় থেকে বের হয়ে আসবেন, তখন আপনি দেখতে পাবেন বেশির ভাগ মানুষের সহানুভূতি ক্ষতিগ্রস্তদের পক্ষে থাকে, অপরাধীদের পক্ষে নয়।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে