Ajker Patrika

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলা করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসি জানিয়েছে, বুধবার একটি বিস্ফোরণের পর মস্কোভা যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কথা স্বীকার করার কয়েক ঘণ্টা পরই রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনো জানা যায়নি। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ যত বেশি রুশ ভূখণ্ডে সন্ত্রাসী হামলা বা নাশকতার চেষ্টা করবে, আমরা তত কিয়েভের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়াব। 

এর আগে গত বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের দাবি অস্বীকার করে রাশিয়া বলেছে, জাহাজটিতে আগুন লাগার পর ডুবে গেছে। 

সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রাউস বলেছেন, ইউক্রেনের বাহিনী দেশটির পূর্বে একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভের বাইরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভে বসবাসকারী ৩৮ বছর বয়সী কিরিল কিরিলো জানিয়েছেন, তিনি একটি শিল্প ভবনে তিনটি বিস্ফোরণ হতে দেখেছেন। বিস্ফোরণের কারণে আগুন লেগে যায়। পরে দমকলকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। 

রয়টার্স আরও জানিয়েছে, সীমান্তের কাছে বেলগোরদ অঞ্চলে রাশিয়ার গ্রামগুলোতে ইউক্রেন বাহিনীর হামলা করার দাবি করেছে মস্কো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত