Ajker Patrika

ট্রাসের মন্ত্রিসভায় থাকছেন যাঁরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০: ৪৪
ট্রাসের মন্ত্রিসভায় থাকছেন যাঁরা

দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নিজের প্রধান সহযোগীদের অনেককে রেখেছেন নতুন মন্ত্রিসভায়। তবে দেশটির প্রভাবশালী অনেক নেতাই বাদ পড়েছেন তালিকা থেকে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন রানি। আর ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভার ঘোষণা আসে।

ট্রাসের মন্ত্রিসভায় উপ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে ট্রাসের কাছের বন্ধু থেরেসে কফি। অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কয়াসি কয়ার্টেংকে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লেভারলি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে। 

লিজ ট্রাস নিজের প্রধান সহযোগীদের অনেককে রেখেছেন নতুন মন্ত্রিসভায়। ছবি: টুইটারনতুন মন্ত্রিসভায় পরিবেশ বিষয়ক মন্ত্রী হয়েছেন রনিল জয়াবর্দেনা। বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রান্ডন লুইসকে।  ব্যবসা, জ্বালানি ও শিল্পকৌশল–বিষয়ক মন্ত্রী হয়েছেন জ্যাকব রিস-মগ। আর গতবারের মতো এবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বেন ওয়ালেস।

অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকছেন লর্ড ট্রু। কপ–২৬ এর প্রেসিডেন্ট হিসেবে নিজের পদ ধরে রেখেছেন অলোক শর্মা। এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।

সদ্য ঘোষিত এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়ের অনেকে। তাঁদের মধ্যে অন্যতম সাবেক বিচারমন্ত্রী ডমিনিক রাব, নতুন মন্ত্রীদের তালিকায় নেই সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে।

উল্লেখ্য, পার্লামেন্ট সদস্যদের অনাস্থার জেরে বরিস জনসনের বিদায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বশূন্য হলে নতুন নেতা নির্বাচন হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে পরাজিত করে বিজয়ী হন লিজ ট্রাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত