দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নিজের প্রধান সহযোগীদের অনেককে রেখেছেন নতুন মন্ত্রিসভায়। তবে দেশটির প্রভাবশালী অনেক নেতাই বাদ পড়েছেন তালিকা থেকে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন রানি। আর ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভার ঘোষণা আসে।
ট্রাসের মন্ত্রিসভায় উপ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে ট্রাসের কাছের বন্ধু থেরেসে কফি। অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কয়াসি কয়ার্টেংকে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লেভারলি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে।
নতুন মন্ত্রিসভায় পরিবেশ বিষয়ক মন্ত্রী হয়েছেন রনিল জয়াবর্দেনা। বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রান্ডন লুইসকে। ব্যবসা, জ্বালানি ও শিল্পকৌশল–বিষয়ক মন্ত্রী হয়েছেন জ্যাকব রিস-মগ। আর গতবারের মতো এবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বেন ওয়ালেস।
অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকছেন লর্ড ট্রু। কপ–২৬ এর প্রেসিডেন্ট হিসেবে নিজের পদ ধরে রেখেছেন অলোক শর্মা। এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।
সদ্য ঘোষিত এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়ের অনেকে। তাঁদের মধ্যে অন্যতম সাবেক বিচারমন্ত্রী ডমিনিক রাব, নতুন মন্ত্রীদের তালিকায় নেই সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে।
উল্লেখ্য, পার্লামেন্ট সদস্যদের অনাস্থার জেরে বরিস জনসনের বিদায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বশূন্য হলে নতুন নেতা নির্বাচন হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে পরাজিত করে বিজয়ী হন লিজ ট্রাস।
দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নিজের প্রধান সহযোগীদের অনেককে রেখেছেন নতুন মন্ত্রিসভায়। তবে দেশটির প্রভাবশালী অনেক নেতাই বাদ পড়েছেন তালিকা থেকে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন রানি। আর ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভার ঘোষণা আসে।
ট্রাসের মন্ত্রিসভায় উপ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে ট্রাসের কাছের বন্ধু থেরেসে কফি। অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কয়াসি কয়ার্টেংকে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লেভারলি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে।
নতুন মন্ত্রিসভায় পরিবেশ বিষয়ক মন্ত্রী হয়েছেন রনিল জয়াবর্দেনা। বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রান্ডন লুইসকে। ব্যবসা, জ্বালানি ও শিল্পকৌশল–বিষয়ক মন্ত্রী হয়েছেন জ্যাকব রিস-মগ। আর গতবারের মতো এবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বেন ওয়ালেস।
অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকছেন লর্ড ট্রু। কপ–২৬ এর প্রেসিডেন্ট হিসেবে নিজের পদ ধরে রেখেছেন অলোক শর্মা। এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।
সদ্য ঘোষিত এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়ের অনেকে। তাঁদের মধ্যে অন্যতম সাবেক বিচারমন্ত্রী ডমিনিক রাব, নতুন মন্ত্রীদের তালিকায় নেই সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে।
উল্লেখ্য, পার্লামেন্ট সদস্যদের অনাস্থার জেরে বরিস জনসনের বিদায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বশূন্য হলে নতুন নেতা নির্বাচন হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে পরাজিত করে বিজয়ী হন লিজ ট্রাস।
রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ২০ শতাংশ কমে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন-অফলাইনে (সামাজিক যোগাযোগমাধ্যম) তীব্র...
৩ ঘণ্টা আগেফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর জে তারিয়েলা জানিয়েছেন, তাঁরা বিতর্কিত স্কারবরো শোল এলাকায় জেলেদের সহায়তা দিচ্ছিলেন। এ সময় চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। এর ফলে নিজেদের নৌযানের আঘাতে চীনা যুদ্ধজাহাজটির সামনের ডেকে বড়ধরনের ক্ষতি হয়েছে।
৩ ঘণ্টা আগে