ঢাকা: কয়েক দশকের মধ্যে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে ধীর গতি দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার চীন সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছর চীনে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ। এই হার ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে আদমশুমারিটি করা হয়। প্রায় ৭০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন।
চীনে প্রতি দশ বছর পরপর আদমশুমারি করা হয়। জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করেছিল চীন। জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ২০১৬ সালে চীন সরকার এক সন্তান নীতি থেকে সরে আসে। অনধিক দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্ত জনসংখ্যা বৃদ্ধির হারে তেমন প্রভাব ফেলতে পারেনি। দেশটির বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি।
আদমশুমারির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে। দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সী লোকের সংখ্যা ৭ শতাংশ কমে গেছে। আর ষাটোর্ধ্বদের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে।
এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীনে তরুণদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে বিয়ের প্রতি চরম অনীহা লক্ষ্য করা যাচ্ছে। জন্মহারে এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
চীনে ২০২০ সালে ১ কোটি ২০ লাখ শিশু জন্ম নেয়। এর আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি সাড়ে ৪৬ লাখ। ১৯৪৯ সালের পর সেটিই ছিল সর্বনিম্ন হার। এখন দেশটির প্রতিটি পরিবারে গড় জনসংখ্যা ২ দশমিক ৬২ জন। ১০ বছর আগে এ সংখ্যা ছিল ৩ দশমিক ১০ জন।
দ্রব্যমূল্য বৃদ্ধি, করোনা মহামারির কারণে সৃষ্ট অনিশ্চয়তা এবং হাসপাতালে সন্তান জন্ম দেওয়া নিয়ে বিদ্যমান আতঙ্কের কারণে দম্পতিদের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করছেন চীনা কর্মকর্তারা।
ঢাকা: কয়েক দশকের মধ্যে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে ধীর গতি দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার চীন সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছর চীনে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ। এই হার ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে আদমশুমারিটি করা হয়। প্রায় ৭০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন।
চীনে প্রতি দশ বছর পরপর আদমশুমারি করা হয়। জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করেছিল চীন। জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ২০১৬ সালে চীন সরকার এক সন্তান নীতি থেকে সরে আসে। অনধিক দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্ত জনসংখ্যা বৃদ্ধির হারে তেমন প্রভাব ফেলতে পারেনি। দেশটির বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি।
আদমশুমারির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে। দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সী লোকের সংখ্যা ৭ শতাংশ কমে গেছে। আর ষাটোর্ধ্বদের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে।
এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীনে তরুণদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে বিয়ের প্রতি চরম অনীহা লক্ষ্য করা যাচ্ছে। জন্মহারে এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
চীনে ২০২০ সালে ১ কোটি ২০ লাখ শিশু জন্ম নেয়। এর আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি সাড়ে ৪৬ লাখ। ১৯৪৯ সালের পর সেটিই ছিল সর্বনিম্ন হার। এখন দেশটির প্রতিটি পরিবারে গড় জনসংখ্যা ২ দশমিক ৬২ জন। ১০ বছর আগে এ সংখ্যা ছিল ৩ দশমিক ১০ জন।
দ্রব্যমূল্য বৃদ্ধি, করোনা মহামারির কারণে সৃষ্ট অনিশ্চয়তা এবং হাসপাতালে সন্তান জন্ম দেওয়া নিয়ে বিদ্যমান আতঙ্কের কারণে দম্পতিদের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করছেন চীনা কর্মকর্তারা।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৯ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১০ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১০ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১১ ঘণ্টা আগে