কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ২০ জনেরও বেশি চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার কম্বোডিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম বলেছেন, ৪১ জন চীনা নাগরিককে নিয়ে যাওয়ার সময় নৌকাটি গতকাল বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে সমস্যায় পড়ে এবং ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
কম্বোডিয়ার সিহানুকভিল গ্রামটি একসময় মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল। গত কয়েক বছর ধরে এখানে চীনা বিনিয়োগ বেড়েছে। বেশ কয়েকটি ক্যাসিনো খোলা হয়েছে। তবে অবৈধভাবে এখানে চীনা শ্রমিকদের পাচার করার অভিযোগ রয়েছে।
খেয়াং ফেয়ারম আরও বলেছেন, ‘পুলিশ যাঁদের উদ্ধার করেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যদের সন্ধান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ২৩ জনকে খুঁজছি।’
প্রাদেশিক পুলিশপ্রধান চুওন নারিন স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজকে বলেছেন, ওই গ্রুপে থাকা এক ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে তাঁরা গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন। এর এক সপ্তাহ পরে আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাঁদের একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে।
চুওন নারিন আরও জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।
এদিকে খেয়াং ফেয়ারম বলেছেন, দুই কম্বোডিয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ২০ জনেরও বেশি চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার কম্বোডিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম বলেছেন, ৪১ জন চীনা নাগরিককে নিয়ে যাওয়ার সময় নৌকাটি গতকাল বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে সমস্যায় পড়ে এবং ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
কম্বোডিয়ার সিহানুকভিল গ্রামটি একসময় মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল। গত কয়েক বছর ধরে এখানে চীনা বিনিয়োগ বেড়েছে। বেশ কয়েকটি ক্যাসিনো খোলা হয়েছে। তবে অবৈধভাবে এখানে চীনা শ্রমিকদের পাচার করার অভিযোগ রয়েছে।
খেয়াং ফেয়ারম আরও বলেছেন, ‘পুলিশ যাঁদের উদ্ধার করেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যদের সন্ধান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ২৩ জনকে খুঁজছি।’
প্রাদেশিক পুলিশপ্রধান চুওন নারিন স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজকে বলেছেন, ওই গ্রুপে থাকা এক ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে তাঁরা গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন। এর এক সপ্তাহ পরে আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাঁদের একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে।
চুওন নারিন আরও জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।
এদিকে খেয়াং ফেয়ারম বলেছেন, দুই কম্বোডিয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৩ ঘণ্টা আগে