Ajker Patrika

চীনের পক্ষে প্রচারণায় গল্প বলার ধরন পাল্টাতে হবে: সি চিন পিং

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৩: ২৭
চীনের পক্ষে প্রচারণায় গল্প বলার ধরন পাল্টাতে হবে: সি চিন পিং

ঢাকা: চীনের উন্নয়নের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। আর এর জন্য নিজের গল্প বলার ধরনও উন্নত করার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সম্প্রতি কমিউনিস্ট পার্টির বৈঠকে অংশ নিয়ে সি বলেন, চীনের সত্যিকারের রূপ বিশ্ব্যব্যাপী তুলে ধরতে বার্তা পৌঁছানোর সক্ষমতাকে আরও উন্নয়ন করতে হবে। এ জন্য চীনকে ‘আন্তর্জাতিক কণ্ঠস্বর’ গড়ে তুলতে হবে, যা দেশের জাতীয় শক্তি এবং বৈশ্বিক অবস্থানকে তুলে ধরবে। এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টি কীভাবে জনগণের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে, সেসব প্রচারে প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।
 
চীনের প্রেসিডেন্ট বলেন, দেশে পেশাদারদের একটি দল তৈরি করতে হবে। যারা বিভিন্ন অঞ্চলে ‘সুনির্দিষ্ট যোগাযোগ পদ্ধতি’ অবলম্বন করে এগোবে। 

সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দূরত্ব বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ার পর বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে কর্মরত কয়েকজন চীনা সাংবাদিককে গত বছর বহিষ্কার করা হয়েছে। 

অপরদিকে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার এবং করোনার উৎস নিয়ে প্রতিবেদনের পর চীনের মূল ভূখণ্ডে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত