আজকের পত্রিকা ডেস্ক
নতুন হাইড্রোজেন বোমা বানিয়েছে চীন। তবে এই বোমাটি পারমাণবিক নয়, অ-পারমাণবিক। পারমাণবিক বোমার তুলনায় এই বোমার পার্থক্য হলো এটি আকারে বেশ ছোট হয়েও অনেক বেশি তাপ উৎপাদন করতে পারে। তবে পারমাণবিক বোমার তুলনায় এই বোমার শক্তি যথেষ্ট কম। হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গবেষকেরা সম্প্রতি একটি হাইড্রোজেনভিত্তিক বিস্ফোরক ডিভাইসের সফল পরীক্ষা চালিয়েছেন। এটি পারমাণবিক উপাদান ছাড়াই ভয়াবহ রাসায়নিক চেইন বিক্রিয়া ঘটাতে সক্ষম। গত মাসে প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য জানানো হয়েছে।
মাত্র ২ কেজির এই বোমাটি ১ হাজার ডিগ্রি সেলসিয়াসের (১ হাজার ৮৩২ ডিগ্রি ফারেনহাইট) বেশি তাপমাত্রার একটি অগ্নিগোলক তৈরি করেছিল। এটি দুই সেকেন্ডের বেশি সময় ধরে স্থায়ী ছিল। প্রচলিত টিএনটি বিস্ফোরণের চেয়ে এটি ১৫ গুণ বেশি সময়। এই পরীক্ষায় কোনো পারমাণবিক উপাদান ব্যবহার করা হয়নি।
চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের ৭০৫-রিসার্চ ইনস্টিটিউট এই বোমাটি তৈরি করেছে। এটি পানির নিচে ব্যবহৃত হয় এমন অস্ত্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোমাটিতে ম্যাগনেসিয়ামভিত্তিক সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে। উপাদানটি ম্যাগনেশিয়াম হাইড্রাইড নামে পরিচিত। এটি রুপালি গুঁড়া জাতীয় পদার্থ। একটি চাপযুক্ত ট্যাংকের চেয়ে এটি উল্লেখযোগ্যভাবে বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। মূলত বিদ্যুৎবিহীন এলাকায় জ্বালানি কোষে হাইড্রোজেন সরবরাহ করে পরিচ্ছন্ন বিদ্যুৎ ও তাপ উৎপাদনের জন্য এটি তৈরি করা হয়েছিল।
গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত বিস্ফোরক দিয়ে সক্রিয় করার পর ম্যাগনেশিয়াম হাইড্রাইডের দ্রুত তাপীয় বিক্রিয়া ঘটে। এতে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। সেই গ্যাস জ্বলে উঠে একটি শক্তিশালী অগ্নিশিখা তৈরি করে। চাইনিজ ভাষার ‘জার্নাল অব প্রোজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেন্স’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই তথ্য জানিয়েছেন গবেষকেরা।
চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের গবেষক ওয়াং জুয়েফেংয়ের নেতৃত্বে গবেষক দলটি বলেছে, ‘হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণের জন্য ন্যূনতম ইগনিশন শক্তির প্রয়োজন হয়। এটির বিস্ফোরণ পরিসীমা বিস্তৃত এবং শিখা দ্রুতগতিতে বাইরের দিকে ছড়িয়ে পড়ে।’ তারা আরও বলেন, ‘এই বৈশিষ্ট্যগুলো বিস্ফোরণের তীব্রতা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এর মাধ্যমে বিশাল এলাকা জুড়ে লক্ষ্যবস্তুর ওপর সহজে ধ্বংসযজ্ঞ চালানো যায়।’
গবেষণাপত্র অনুসারে, হাইড্রোজেন বোমাটি দীর্ঘস্থায়ী তাপীয় ক্ষতি করতে পারে। কারণ এটি থেকে তৈরি হওয়া সাদা-উত্তপ্ত অগ্নিগোলক দুই সেকেন্ডের বেশি সময় ধরে স্থায়ী হয়। এটি অ্যালুমিনিয়াম মিশ্রণ গলাতে যথেষ্ট। যেখানে টিএনটি বিস্ফোরণের ঝলকানি মাত্র দশমিক ১২ সেকেন্ড স্থায়ী হয়।
সীমিত বিস্ফোরণে, বোমাটি থেকে দুই মিটার (৬ ফুট ৭ ইঞ্চি) দূরত্বে সর্বোচ্চ চাপ ছিল ৪২৮.৪৩ কিলোপ্যাসকেল। এটি টিএনটি বিস্ফোরণের প্রায় ৪০ শতাংশের সমপরিমাণ শক্তি। তবে এটির তাপ প্রয়োগের পরিসীমা অনেক বেশি ছিল। গবেষকেরা অস্ত্রটির অন্যান্য সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়েও পরীক্ষা করেছেন। যেমন, এটি ব্যবহার করে বিশাল এলাকা তীব্র তাপে পুড়িয়ে দেওয়া বা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে শক্তি কেন্দ্রীভূত করে ধ্বংস করা।
নতুন হাইড্রোজেন বোমা বানিয়েছে চীন। তবে এই বোমাটি পারমাণবিক নয়, অ-পারমাণবিক। পারমাণবিক বোমার তুলনায় এই বোমার পার্থক্য হলো এটি আকারে বেশ ছোট হয়েও অনেক বেশি তাপ উৎপাদন করতে পারে। তবে পারমাণবিক বোমার তুলনায় এই বোমার শক্তি যথেষ্ট কম। হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গবেষকেরা সম্প্রতি একটি হাইড্রোজেনভিত্তিক বিস্ফোরক ডিভাইসের সফল পরীক্ষা চালিয়েছেন। এটি পারমাণবিক উপাদান ছাড়াই ভয়াবহ রাসায়নিক চেইন বিক্রিয়া ঘটাতে সক্ষম। গত মাসে প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য জানানো হয়েছে।
মাত্র ২ কেজির এই বোমাটি ১ হাজার ডিগ্রি সেলসিয়াসের (১ হাজার ৮৩২ ডিগ্রি ফারেনহাইট) বেশি তাপমাত্রার একটি অগ্নিগোলক তৈরি করেছিল। এটি দুই সেকেন্ডের বেশি সময় ধরে স্থায়ী ছিল। প্রচলিত টিএনটি বিস্ফোরণের চেয়ে এটি ১৫ গুণ বেশি সময়। এই পরীক্ষায় কোনো পারমাণবিক উপাদান ব্যবহার করা হয়নি।
চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের ৭০৫-রিসার্চ ইনস্টিটিউট এই বোমাটি তৈরি করেছে। এটি পানির নিচে ব্যবহৃত হয় এমন অস্ত্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোমাটিতে ম্যাগনেসিয়ামভিত্তিক সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে। উপাদানটি ম্যাগনেশিয়াম হাইড্রাইড নামে পরিচিত। এটি রুপালি গুঁড়া জাতীয় পদার্থ। একটি চাপযুক্ত ট্যাংকের চেয়ে এটি উল্লেখযোগ্যভাবে বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। মূলত বিদ্যুৎবিহীন এলাকায় জ্বালানি কোষে হাইড্রোজেন সরবরাহ করে পরিচ্ছন্ন বিদ্যুৎ ও তাপ উৎপাদনের জন্য এটি তৈরি করা হয়েছিল।
গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত বিস্ফোরক দিয়ে সক্রিয় করার পর ম্যাগনেশিয়াম হাইড্রাইডের দ্রুত তাপীয় বিক্রিয়া ঘটে। এতে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। সেই গ্যাস জ্বলে উঠে একটি শক্তিশালী অগ্নিশিখা তৈরি করে। চাইনিজ ভাষার ‘জার্নাল অব প্রোজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেন্স’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই তথ্য জানিয়েছেন গবেষকেরা।
চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের গবেষক ওয়াং জুয়েফেংয়ের নেতৃত্বে গবেষক দলটি বলেছে, ‘হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণের জন্য ন্যূনতম ইগনিশন শক্তির প্রয়োজন হয়। এটির বিস্ফোরণ পরিসীমা বিস্তৃত এবং শিখা দ্রুতগতিতে বাইরের দিকে ছড়িয়ে পড়ে।’ তারা আরও বলেন, ‘এই বৈশিষ্ট্যগুলো বিস্ফোরণের তীব্রতা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এর মাধ্যমে বিশাল এলাকা জুড়ে লক্ষ্যবস্তুর ওপর সহজে ধ্বংসযজ্ঞ চালানো যায়।’
গবেষণাপত্র অনুসারে, হাইড্রোজেন বোমাটি দীর্ঘস্থায়ী তাপীয় ক্ষতি করতে পারে। কারণ এটি থেকে তৈরি হওয়া সাদা-উত্তপ্ত অগ্নিগোলক দুই সেকেন্ডের বেশি সময় ধরে স্থায়ী হয়। এটি অ্যালুমিনিয়াম মিশ্রণ গলাতে যথেষ্ট। যেখানে টিএনটি বিস্ফোরণের ঝলকানি মাত্র দশমিক ১২ সেকেন্ড স্থায়ী হয়।
সীমিত বিস্ফোরণে, বোমাটি থেকে দুই মিটার (৬ ফুট ৭ ইঞ্চি) দূরত্বে সর্বোচ্চ চাপ ছিল ৪২৮.৪৩ কিলোপ্যাসকেল। এটি টিএনটি বিস্ফোরণের প্রায় ৪০ শতাংশের সমপরিমাণ শক্তি। তবে এটির তাপ প্রয়োগের পরিসীমা অনেক বেশি ছিল। গবেষকেরা অস্ত্রটির অন্যান্য সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়েও পরীক্ষা করেছেন। যেমন, এটি ব্যবহার করে বিশাল এলাকা তীব্র তাপে পুড়িয়ে দেওয়া বা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে শক্তি কেন্দ্রীভূত করে ধ্বংস করা।
এ বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদা দেওয়া হচ্ছে।’
১ মিনিট আগেসুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি নেপালের (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কেপি শর্মা অলি। দেশটিতে জেন–জি আন্দোলনের সময় চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আগেই তাঁর দল পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়া
৪ মিনিট আগেএনডিটিভি জানিয়েছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে গ্রিনিচ মান সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ৩টায়)। এই পুরস্কারের জন্য রাশিয়া ট্রাম্পের প্রার্থিতায় সমর্থন জানাবে বললেও পুরস্কারটির অভিজ্ঞ পর্যবেক্ষকেরা বলছেন, তাঁর এটি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললে চলে।
৬ মিনিট আগেপৃথিবীর ইতিহাসে বহু মহান বিজ্ঞানী, সমাজকর্মী এবং রাষ্ট্রনায়ক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে এমন একটি নাম আছে, যিনি কেবল একবার নয়, দুবার এই বিরল সম্মাননা অর্জন করেছেন—তাও সম্পূর্ণ ভিন্ন দুটি ক্ষেত্রে: একটি বিজ্ঞানে, অন্যটি বিশ্ব শান্তিতে। তিনি হলেন কিংবদন্তি মার্কিন বিজ্ঞানী লিনাস পলিং।
৩০ মিনিট আগে