Ajker Patrika

কানাডার আদালতে মুক্তি পেয়ে চীনে ফিরলেন হুয়াওয়ের মেং ওয়ানঝু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩০
কানাডার আদালতে মুক্তি পেয়ে চীনে ফিরলেন হুয়াওয়ের মেং ওয়ানঝু

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে ও হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু মুক্তি পেয়েছেন। কানাডায় তিন বছর গৃহবন্দী থাকার পর গতকাল শুক্রবার ভ্যাংকুভার আদালতে শুনানি শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরে মেং দ্রুত শেনজেন বিমানবন্দর থেকে এয়ার চায়না ফ্লাইটে চীনে চলে যান। 

এজেন্স ফ্রান্স প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে মার্কিন প্রসিকিউটরদের চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টা পর মুক্তি পান মেং। চুক্তির আওতায় আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে। এই বাধ্যবাধকতার মধ্যে একটি—চুক্তির অংশ হিসেবে স্বাক্ষরিত তথ্যের বিবৃতির বিরোধিতা না করা, তিনি দোষী নন এমন আবেদন বজায় রাখা অথবা স্বাক্ষরটি তিনি অনিচ্ছাকৃতভাবে করেছেন। 

মেং ওয়ানঝুআদালতের শুনানির সবগুলো চুক্তি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। 

মুক্তি পেয়ে মেং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'গত তিন বছরে আমার জীবন উল্টে গেছে। মা, স্ত্রী ও কোম্পানির নির্বাহী হিসেবে আমার জন্য এটি একটি অসুবিধাজনক সময় ছিল। তবে এটি সত্যিই আমার জীবনের একটি অমূল্য অভিজ্ঞতা ছিল।' জীবনে যত বেশি অসুবিধা, তত বেশি সমৃদ্ধি বলেও তিনি উল্লেখ করেন। 

এয়ার চায়না ফ্লাইটে ভ্যাঙ্কুভার বিমানবন্দর ট্যাগ করেন মেংমেংয়ের আইনজীবী উইলিয়াম টেলর বলেন, 'এখন তিনি দেশে ফিরে স্বাধীনভাবে পরিবারের সঙ্গে থাকতে পারবেন। তিনি দোষ স্বীকার করেননি এবং আমরা পুরোপুরি আশা করি যে অভিযোগটি ১৪ মাস পরে খারিজ হয়ে যাবে।' 

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করে স্কাইকম নামের এক অনানুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের টেলিকম কোম্পানির সঙ্গে ব্যবসা করছে হুয়াওয়ে। এই কার্যক্রমে এইচএসবিসি ব্যাংককে বিভ্রান্ত করার অভিযোগে মেংকে ব্যাংক ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১ ডিসেম্বর কানাডার ভ্যাংকুভার বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে গৃহবন্দী হিসেবে নজরদারিতে রাখা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত