চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে ও হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু মুক্তি পেয়েছেন। কানাডায় তিন বছর গৃহবন্দী থাকার পর গতকাল শুক্রবার ভ্যাংকুভার আদালতে শুনানি শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরে মেং দ্রুত শেনজেন বিমানবন্দর থেকে এয়ার চায়না ফ্লাইটে চীনে চলে যান।
এজেন্স ফ্রান্স প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে মার্কিন প্রসিকিউটরদের চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টা পর মুক্তি পান মেং। চুক্তির আওতায় আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে। এই বাধ্যবাধকতার মধ্যে একটি—চুক্তির অংশ হিসেবে স্বাক্ষরিত তথ্যের বিবৃতির বিরোধিতা না করা, তিনি দোষী নন এমন আবেদন বজায় রাখা অথবা স্বাক্ষরটি তিনি অনিচ্ছাকৃতভাবে করেছেন।
আদালতের শুনানির সবগুলো চুক্তি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মুক্তি পেয়ে মেং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'গত তিন বছরে আমার জীবন উল্টে গেছে। মা, স্ত্রী ও কোম্পানির নির্বাহী হিসেবে আমার জন্য এটি একটি অসুবিধাজনক সময় ছিল। তবে এটি সত্যিই আমার জীবনের একটি অমূল্য অভিজ্ঞতা ছিল।' জীবনে যত বেশি অসুবিধা, তত বেশি সমৃদ্ধি বলেও তিনি উল্লেখ করেন।
মেংয়ের আইনজীবী উইলিয়াম টেলর বলেন, 'এখন তিনি দেশে ফিরে স্বাধীনভাবে পরিবারের সঙ্গে থাকতে পারবেন। তিনি দোষ স্বীকার করেননি এবং আমরা পুরোপুরি আশা করি যে অভিযোগটি ১৪ মাস পরে খারিজ হয়ে যাবে।'
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করে স্কাইকম নামের এক অনানুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের টেলিকম কোম্পানির সঙ্গে ব্যবসা করছে হুয়াওয়ে। এই কার্যক্রমে এইচএসবিসি ব্যাংককে বিভ্রান্ত করার অভিযোগে মেংকে ব্যাংক ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১ ডিসেম্বর কানাডার ভ্যাংকুভার বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে গৃহবন্দী হিসেবে নজরদারিতে রাখা হয়।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে ও হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু মুক্তি পেয়েছেন। কানাডায় তিন বছর গৃহবন্দী থাকার পর গতকাল শুক্রবার ভ্যাংকুভার আদালতে শুনানি শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরে মেং দ্রুত শেনজেন বিমানবন্দর থেকে এয়ার চায়না ফ্লাইটে চীনে চলে যান।
এজেন্স ফ্রান্স প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে মার্কিন প্রসিকিউটরদের চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টা পর মুক্তি পান মেং। চুক্তির আওতায় আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে। এই বাধ্যবাধকতার মধ্যে একটি—চুক্তির অংশ হিসেবে স্বাক্ষরিত তথ্যের বিবৃতির বিরোধিতা না করা, তিনি দোষী নন এমন আবেদন বজায় রাখা অথবা স্বাক্ষরটি তিনি অনিচ্ছাকৃতভাবে করেছেন।
আদালতের শুনানির সবগুলো চুক্তি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মুক্তি পেয়ে মেং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'গত তিন বছরে আমার জীবন উল্টে গেছে। মা, স্ত্রী ও কোম্পানির নির্বাহী হিসেবে আমার জন্য এটি একটি অসুবিধাজনক সময় ছিল। তবে এটি সত্যিই আমার জীবনের একটি অমূল্য অভিজ্ঞতা ছিল।' জীবনে যত বেশি অসুবিধা, তত বেশি সমৃদ্ধি বলেও তিনি উল্লেখ করেন।
মেংয়ের আইনজীবী উইলিয়াম টেলর বলেন, 'এখন তিনি দেশে ফিরে স্বাধীনভাবে পরিবারের সঙ্গে থাকতে পারবেন। তিনি দোষ স্বীকার করেননি এবং আমরা পুরোপুরি আশা করি যে অভিযোগটি ১৪ মাস পরে খারিজ হয়ে যাবে।'
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করে স্কাইকম নামের এক অনানুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের টেলিকম কোম্পানির সঙ্গে ব্যবসা করছে হুয়াওয়ে। এই কার্যক্রমে এইচএসবিসি ব্যাংককে বিভ্রান্ত করার অভিযোগে মেংকে ব্যাংক ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১ ডিসেম্বর কানাডার ভ্যাংকুভার বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে গৃহবন্দী হিসেবে নজরদারিতে রাখা হয়।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই শহরে অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামাস। এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাবি। ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধ নিয়ে তাঁর ভিডিও কভারেজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।
১১ মিনিট আগেস্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
৯ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
১১ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
১১ ঘণ্টা আগে