Ajker Patrika

অস্থির এই সময়ে চীন-জার্মানি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন: সি 

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৭: ৫১
অস্থির এই সময়ে চীন-জার্মানি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন: সি 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘পরিবর্তিত ও অস্থির এই সময়ে চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’ স্থানীয় সময় আজ শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে সি চিন পিংয়ের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সাক্ষাতের সময় সি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে করোনা মহামারির পর এই প্রথম বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর কোনো নেতা চীন সফর করলেন। বিশ্লেষকেরা ধারণা করছেন, শুলজের এই সফরের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্কের বরফ গলা শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, এ দুই নেতা ইউক্রেন-রাশিয়া সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অর্থনীতি নিয়ে আলোচনা করবেন।

সি চিন পিং বলেছেন, ‘বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল এবং অস্থির। বিশ্বের প্রভাবশালী ও বৃহৎ দেশ হিসেবে এই পরিবর্তিত ও অস্থির সময়ে চীন ও জার্মানির একত্রে কাজ করা উচিত। তার চেয়েও বড় কথা হলো, এটি আমাদের করতেই হবে, যাতে বিশ্বশান্তি ও উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারি।’

এদিকে ওলাফ শুলজ সি চিন পিংকে বলেছেন, ‘এটি খুবই ইতিবাচক বিষয় যে, আমরা এই সংকটের সময়েও পরস্পরের সঙ্গে মিলিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা বর্তমান বিশ্বব্যবস্থাকে সমস্যার মুখে ফেলেছে।’

শুলজ আরও জানিয়েছেন, তিনি এবং সি ইউরোপ ও চীনের পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক ক্ষুধা এবং চীন-জার্মানির অর্থনৈতিক সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব নিয়ে আলোচনা করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত